বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > Hayden hails Pakistan: পাকিস্তানকে ভারতে বিশ্বকাপ জিততে বললেন হেডেন, আদৌও কি খেলতে দেবে PCB?

Hayden hails Pakistan: পাকিস্তানকে ভারতে বিশ্বকাপ জিততে বললেন হেডেন, আদৌও কি খেলতে দেবে PCB?

ম্যাথু হেডেন। (ছবি সৌজন্যে আইসিসি)

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারের পর পাকিস্তানের মেন্টর ম্যাথু হেডেন বলেন, ‘আমি আত্মবিশ্বাসী, ভারতে যে বিশ্বকাপ হবে, সেই বিশ্বকাপ জয়ের কাছাকাছি যাবে (পাকিস্তান) এবং সেই সাফল্য উদযাপন করবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাত্র একধাপ আগে থেমে যেতে হয়েছে। যা কষ্টকর হলেও পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলের নয়া লক্ষ্য ঠিক করে দিলেন মেন্টর ম্যাথু হেডেন। আগামী বছর ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের জন্য বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের ‘ভোকাল টনিক’ দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ব্যাটার।

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেটে হেরে গিয়েছে। অথচ এবার জোড়া হার দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল। ছিটকে যাওয়ার দোরগোড়া থেকে বিশ্বকাপ ফাইনালে উঠেও হেরে যাওয়ার পর ড্রেসিংরুমে পাকিস্তানের মেন্টর হেডেন বলেন, ‘আমরা যে এই বিশ্বকাপে এতটা দূর এসেছি, সেটা দুর্দান্ত বিষয়। আমি জানি, এই হারটা বুকে বিঁধছে। বুকে বিঁধবেই হারটা। বাস্তবটা হল যে আমরা (বিশ্বকাপ জয়ের) এতটা কাছে চলে এসেছিলাম।’

আরও পড়ুন: Sachin Tendulkar on PAK vs ENG Final: শাহিন আফ্রিদি চোট না পেলে… - ইংল্যান্ড চ্যাম্পিয়ন হতেই ফাইনাল নিয়ে সচিনের টুইট

তবে হেডেন জানান, পাকিস্তান যে বিশ্বকাপ জিততে পারে, সে বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। তাঁর কথায়, ‘এক মাস পিছিয়ে যাওয়া যাক, যখন আমরা সবাই আমার বাড়িতে খাওয়া-দাওয়া করেছিলাম। আমি বলেছিলাম যে বিশ্বকাপ জয়ের বিষয়ে আমি আত্মবিশ্বাসী। সেটার কোনও পরিবর্তন হয়নি। কিছু পালটে যায়নি। (আমি আত্মবিশ্বাসী যে) এই তরুণ দল বিশ্বকাপ জিততে পারে। কীভাবে এই বিশ্বকাপের পর এগিয়ে যেতে হবে, কীভাবে দারুণ পারফরম্যান্সের উদযাপন করতে হবে এবং গত এক মাসে আমাদের যে সব দুর্বলতা ধরা পড়েছে, সেগুলি নিয়ে স্বচ্ছ ধারণা থাকতে হবে।’

আরও পড়ুন: Ex India Army officer's reply to Pak PM: ভারতকে খোঁচা পাক প্রধানমন্ত্রীর, ১৯৭১-র আত্মসমর্পণ মনে করালেন প্রাক্তন সেনাকর্তা

সেইসঙ্গে আগামী বছরের ৫০ ওভারের বিশ্বকাপের জন্য বাবরদের ‘ভোকাল টনিক’ দেন পাকিস্তানের মেন্টর হেডেন। যে প্রাক্তন অজি তারকার আমলে গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। গতবার তো কার্যত পুরোপুরি ছড়ি ঘুরিয়েছিল। এবার হোঁচট খেয়ে শুরু করলেও ফাইনালে উঠেছিল পাকিস্তান। সেই পরিস্থিতিতে হেডেন বলেন, ‘আমি আত্মবিশ্বাসী, ভারতে যে বিশ্বকাপ হবে, সেই বিশ্বকাপ জয়ের কাছাকাছি যাবে (পাকিস্তান) এবং সেই সাফল্য উদযাপন করবে।’

এমনিতে হেডেন সেই কথা বললেও ভারতে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান থেকে আগামী বছরের এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই( সচিব জয় শাহ যে মন্তব্য করেছিলেন, তার প্রেক্ষিতে ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে পিসিবি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন