২০২৪ সালের পরবর্তী টি-২০ বিশ্বকাপে রোহিত ও কোহলির মধ্যে একজনকে মাঠে নামতে দেখা যেতে পারে। তবে অন্যজন ততদিনে সংক্ষিপ্ত ফর্ম্যাট থেকে অবসর নেবেন, এমনটাই ভবিষ্যদ্বাণী করলেন মন্টি পানেসর। প্রাক্তন ব্রিটিশ তারকার ধারণা, অবিলম্বে অন্তত তিনজন ভারতীয় ক্রিকেটার টি-২০ খেলা ছেড়ে দিতে পারেন।
Timesofindia.com-এর আলোচনায় পানেসর দাবি করেন রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন ও দীনেশ কার্তিককে হয়ত পরের বিশ্বকাপে দেখা যাবে না। তবে কোহলির যা ফিটনেস, তাতে বয়স তাঁর কাছে সংখ্যা মাত্র। সুতরাং, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপেও মাঠে নামতে পারেন তিনি।
পানেসর বলেন, ‘ভারতীয় দল (যেভাবে সেমিফাইনালে হেরেছে) সকলকে হতাশ করেছে। আমার ধারণা, সামনেই কয়েকজনকে অবসর নিতে দেখা যাবে। সত্যি বলতে, সেমিফাইনালে কোনও লড়াই চালাতে পারেনি ভারত। সম্পূর্ণ একপেশে ম্যাচ হয়। হেলস ও বাটলারকে আউট করার কোনও উপায়ই খুঁজে পায়নি ভারতের বোলাররা। তোমরা সেমিফাইনাল খেলছ, সুতরাং তোমাদের কাছ থেকে পালটা লড়াই আশা করা যায়। তাছাড়া ১৬৮ রান নিতান্ত কম নয়।'
পরক্ষণেই প্রাক্তন ব্রিটিশ তারকা বলেন, ‘রোহিত, অশ্বিন ও কার্তিক, এই তিনজন টি-২০ থেকে অবসর নিতে পারে। টিম ম্যানেজমেন্ট নিশ্চিতভাবেই এদের সঙ্গে কথা বলে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবে। নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার এদের এটাই সঠিক সময়।’
শেষে পানেসর যোগ করেন, ‘বিরাট আসাধারণ ফর্মে রয়েছে। সব ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ও সব থেকে ফিট। ওর দুর্দান্ত ফিটনেসের দিকে তাকালে বয়সকে কেবল সংখ্যা মনে হয়। ওকে ২০২৪ টি-২০ বিশ্বকাপ খেলতে দেখা যেতে পারে। আমি রোহিতকে পরের বিশ্বকাপে দেখছি না। দীনেশ কার্তিক ও অশ্বিনকেও তাই। আরও কয়েকজন প্লেয়ার অবসরের কথা ভাবতে পারে, তবে আমি নিশ্চিত এই তিনজন অন্য ফর্ম্যাটে মনোসংযোগ করতে টি-২০ খেলা ছেড়ে দেবে।’