বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > ধোনির সঙ্গে দেখা করে আবেগপ্রবণ তরুণ পাক বোলার, ভাগ করে নিলেন মনের অনুভূতি

ধোনির সঙ্গে দেখা করে আবেগপ্রবণ তরুণ পাক বোলার, ভাগ করে নিলেন মনের অনুভূতি

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে শাহনওয়াজ দাহানি।

মেন্টর হিসবে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন ধোনি। আর রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের পর ধোনিকে সামনে থেকে দেখে, তাঁর সঙ্গে কথা বলে, স্বপ্নের নায়কের সঙ্গে ছবি তুলে, দাহানি নিজের উত্তেজনা চেপে রাখতে পারলেন না। ধোনির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরে আবেগে ভাসছেন দাহানি।

পাকিস্তান জুড়ে মহেন্দ্র সিং ধোনির ভক্তের সংখ্যা নেহাৎ কম নয়। পাকিস্তানের সমর্থক বসিরচাচাই হোন বা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের রিজার্ভ বেঞ্চের বোলার শাহনওয়াজ দাহানি, বা অন্য কোনও পাক সমর্থক, ধোনিকে নিয়ে প্রত্যেকে যেন আবেগপ্রবণ। শাহনওয়াজ দাহানির কাছে তো ধোনি তাঁর স্বপ্নের নায়ক।

মেন্টর হিসবে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন ধোনি। আর রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের পর ধোনিকে সামনে থেকে দেখে, তাঁর সঙ্গে কথা বলে, স্বপ্নের নায়কের সঙ্গে ছবি তুলে, দাহানি নিজের উত্তেজনা চেপে রাখতে পারলেন না। একেই রবিবার ১০ উইকেটে তাঁর দল ভারতকে হারিয়েছে। আর সেই দিনই ধোনির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরে আবেগে ভাসছেন দাহানি।

রবিবার তিনি একটি টুইটে লিখেছেন, ‘অসাধারণ রাত ছিল এটা। পাকিস্তানের এমন অসাধারণ জয়ের জন্য আমি যেমন খুশি, তেমনই আমার স্বপ্নের প্লেয়ার ধোনির সঙ্গে দেখা করে আমি উচ্ছ্বসিত। এই রাত ভুলতে পারব না।’

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ২৪ অক্টোবর নিঃসন্দেহে অত্যন্ত লজ্জার একটি দিন বলেই চিহ্নিত হয়ে থাকবে। ১৩ বল বাকি থাকতে এ দিন ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। বিশ্বকাপের ইতিহাসে, সে টি-টোয়েন্টি হোক বা একদিনের ক্রিকেট, এই প্রথম বার পাকিস্তানের কাছে হারল ভারত। তাও একেবারে ১০ উইকেটে।

বন্ধ করুন