এক আজব নজির হয়তো নিজেদের অজান্তেই গড়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল। ২০১৫ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালের প্রথম বলেরই যেন পুনরাবৃত্তি ঘটল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সে বারও মিচেল স্টার্ক ফাইনাল ম্যাচের প্রথম বলটি করেছিলেন। চলতি বিশ্বকাপের ফাইনালেও ঘটল একই ঘটনা। মিচেল স্টার্কই রবিবার টি-টোয়েন্টি ফাইনালের প্রথম বলটি করেন। ২০১৫ হোক বা ২০২১, এই দুই বিশ্বকাপেই প্রথম বলে কোনও রান হয়নি।
মিচেল স্টার্কই প্রথম বোলার যিনি এই দুই বিশ্বকাপেই প্রথম বল করেছেন। এ রকম ঘটনা আর কোনও বোলারের সঙ্গে আগে ঘটেনি। নিঃসন্দেহে নয়া নজির গড়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার তারকা বোলার।
এখানেই শেষ নয়, ২০১৫ সালে মার্টিন গাপ্তিলই প্রথম স্ট্রাইকে ছিলেন। আর এ বারও তিনিই স্ট্রাইক নেন। মিচেল স্টার্কের মতো তিনিও তাই নজির গড়ে ফেলেন। কারণ এর আগে দুই বিশ্বকাপে এ ভাবে প্রথম বলে আর কোনও ক্রিকেটার স্ট্রাইক নেননি।
মিচেল স্টার্ক প্রথম ওভারে কোনও রান না দিলেও, সেই ওভারে তিনি মোট ৯ রান দেন। তবে ৪ ওভারে এ দিন মোট ৬০ রান দিয়ে লজ্জার নজির গড়েছেন স্টার্ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউটে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার নজির গড়েছেন তিনি। এ দিকে গাপ্তিল ৩৫ বলে ২৮ রান করে আউট হয়ে যান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।