বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > PAK vs SA: বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ফখর, দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে নতুন ক্রিকেটার দলে নিল পাকিস্তান

PAK vs SA: বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ফখর, দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে নতুন ক্রিকেটার দলে নিল পাকিস্তান

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে ফের বদল। ছবি- এএফপি (AFP)

Pakistan vs South Africa T20 World Cup 2022: ফের ক্রিকেটার বদল হল পাকিস্তানের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে। চোট পেয়ে ছিটকে যাওয়া ফখর জামানের বদলে দলে ঢুকলেন তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান।

শেষমেশ আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হল। শুধু দক্ষিণ আফ্রিকা ম্যাচ থেকেই নয়, বরং বাকি টি-২০ বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ফখর জামান। ১ ম্যাচেই শেষ হয়ে গেল নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটসম্যানের বিশ্বকাপ অভিযান। পাকিস্তান তড়িঘড়ি ফখরের পরবির্ত ক্রিকেটারও দলে নেয়।

বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেই জানিয়ে দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা ম্যাচ থেকে ফখরের ছিটকে যাওয়ার কথা। সেই সঙ্গে এও জানানো হয়েছিল যে, হাঁটুর পুরনো চোট চাগাড় দেওয়ায় বাকি টুর্নামেন্টে অনিশ্চিত জামান। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচের আগে আইসিসির তরফে বিজ্ঞপ্তি জারি করে ফখরের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কথা জানিয়ে দেওয়া হয়।

চোট পাওয়া ফখরের বদলে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে পড়েন উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ হ্যারিস। শাহনওয়াজ দাহানি ও উসমান কাদিরের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গেই ছিলেন হ্যারিস।

আরও পড়ুন:- IND vs BAN: রুদ্ধশ্বাস জয়ে লিগ টেবিলের শীর্ষে ভারত, সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল রোহিতদের

ফখর বিশ্বকাপের একটি মাত্র ম্যাচে মাঠে নামেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই ম্যাচে ১৬ বলে ২০ রান সংগ্রহ করেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, প্রাথমিকভাবে পাকিস্তানের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন না ফখর। উসমান কাদির আঙুল চোট পাওয়ায় তাঁর বদলে রিজার্ভ তালিকা থেকে মূল স্কোয়াডে ঢুকে পড়েন ফখর। উসমানকে চলে যেতে হয় রিজার্ভ তালিকায়। এবার ফখর নিজে ছিটকে গেলেন টুর্নামেন্টের বাইরে।

ফখর এশিয়া কাপের সময়েই হাঁটুতে চোট পেয়েছিলেন। তাঁকে ঝুঁকি নিয়েই যে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে দেওয়া হয়েছিল, সেকথা স্বীকার করে নেন পাকিস্তানের টিম ডাক্তার।

আরও পড়ুন:- ঝুড়ি ঝুড়ি রান করেও পৃথ্বী কেন জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না, কারণ জানালেন নির্বাচক প্রধান

চলতি টি-২০ বিশ্বকাপে পাকিস্তান অবশ্য সুবিধাজনক জায়গায় নেই মোটেও। ৩ ম্যাচে তাদের সংগ্রহে রয়েছে মোটে ২ পয়েন্ট। ভারত ও জিম্বাবোয়ের কাছে হারের পরে বাবর আজমরা জয় তুলে নেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছে পাকিস্তান। তারা শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ২টি ম্যাচ জিতলে এবং ভারত যদি তাদের শেষ ম্যাচে জিম্বাবোয়ের কাছে হারে তাহলে নেট রান-রেটের নিরিখে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া সম্ভাবনা রয়েছে। পাকিস্তান কোনও ম্যাচ হারলে অথবা ভারত জিম্বাবোয়েকে হারালে বাবরদের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত।

অবশ্য পাকিস্তান দুই ম্যাচেই জিতলে এবং দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারলেও বাবরদের পক্ষে সেমিফাইনালে যাওয়া সম্ভব।

বন্ধ করুন