বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 World Cup 2022: দলের প্রস্তুতি সেই ভাবে ছিল না- ঘুরিয়ে ম্যানেজমেন্টকে দায়ী করে নেতৃত্ব ছাড়লেন আফগান অধিনায়ক নবি

T20 World Cup 2022: দলের প্রস্তুতি সেই ভাবে ছিল না- ঘুরিয়ে ম্যানেজমেন্টকে দায়ী করে নেতৃত্ব ছাড়লেন আফগান অধিনায়ক নবি

মহম্মদ নবি।

মহম্মদ নবি তাঁর পোস্টে আফগানিস্তানের ব্যর্থতার দায় চাপিয়েছেন টিম ম্যানেজমেন্টের উপর। এবং তিনি বলেছেন, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের মধ্যে বনিবনার অভাবেও ডুবতে হয়েছে আফগানিস্তানকে।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ নবি। টুইটারে এক পোস্টের মাধ্যমে তিনি আফগানিস্তানের ক্যাপ্টেন্সি ছাড়ার কথা ঘোষণা করেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে লড়াই করেও অস্ট্রেলিয়ার কাছে ৪ রানে হেরে যেতে হয়েছে আফগানিস্তানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে একটি ম্যাচও জিততে পারেনি আফগানিস্তান। তারা সুপার টুয়েলভ পর্ব থেকেই বিদায় নিল।

আরও পড়ুন: ৪ রানে জয়- উচ্ছ্বাস নেই, রয়েছে হাহুতাশ, অজিদের ভাগ্য এখন লঙ্কার হাতে

মহম্মদ নবি তাঁর পোস্টে আফগানিস্তানের ব্যর্থতার দায় চাপিয়েছেন টিম ম্যানেজমেন্টের উপর। এবং তিনি বলেছেন, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের মধ্যে বনিবনার অভাবেও ডুবতে হয়েছে আফগানিস্তানকে।

আরও পড়ুন: ৬১ করে রেকর্ড গড়লেন, সমালোচকদের মুখও বন্ধ করলেন কেন উইলিয়ামসন

তিনি লিখেছেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ। আমরা যে ফলাফল করেছি, সেটা আমরা বা আমাদের সমর্থকেরা কেউ আশা করেনি। ম্যাচের ফলাফল নিয়ে আমরা আপনার মতোই হতাশ। গত এক বছর ধরে আমাদের দলের প্রস্তুতি সেই পর্যায়ে ছিল না, যেটা একজন অধিনায়ক চাইবে বা একটা বড় টুর্নামেন্টের জন্য প্রয়োজন হবে। এ ছাড়াও, গত কয়েকটি সফরে টিম ম্যানেজমেন্ট নির্বাচক কমিটির ভাবনা এক জায়গায় ছিল না, যা দলের ভারসাম্যকে প্রভাবিত করেছিল। তাই যথাযথ সম্মানের সঙ্গে আমি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করছি। এবং যতক্ষণ ম্যানেজমেন্ট এবং দলের প্রয়োজন হবে, ততক্ষণ আমি আমার দেশের হয়ে খেলা চালিয়ে যাব।’

তিনি আরও লিখেছেন, ‘আমি আপনাদের প্রত্যেককে আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাইয যারা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হওয়া সত্ত্বেও মাঠে এসেছেন এবং যারা বিশ্ব জুড়ে আমাদের সমর্থন করছেন, আপনাদের ভালোবাসা সত্যিই আমাদের কাছে অনেক বড় কিছু। দীর্ঘায়ু আফগানিস্তান।’

এই টি-টোয়েন্টি বিশ্বকাপ আফগানিস্তানের জন্য খুবই হতাশাজনক ছিল। সুপার টুয়েলভে সরাসরি যোগ্যতা অর্জনকারী এই দলের দু'টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। আর তিনটি ম্যাচেই এই দলকে হারের মুখে পড়তে হয়েছে। এই বিশ্বকাপে আফগানিস্তানই একমাত্র দল, যারা একটি ম্যাচও জিততে পারেনি।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গম্ভীরের একটা মন্ত্রেই বদলে গিয়েছে দল, সঞ্জুর খেলাতেই স্পষ্ট- সূর্যকুমার যাদব কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে যুবকের পেট কেটে জীবন্ত আরশোলা বের করলেন চিকিৎসকরা, প্রাণে বাঁচলেন রোগী মকর রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে ‘‌ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে’‌, হাসিনার ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তৌহিদ ধনু রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে ‘প্রশাসন শুনতে পাচ্ছেন? আর কত…’! হাতপাতালে অনুষ্টুপ, গর্জে উঠলেন কিঞ্জল নন্দ বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে যশোরেশ্বরী মন্দিরের স্বর্ণমুকুট উদ্ধারে পুরষ্কার ঘোষণা পুলিশের, কড়া বার্তা মিলল তুলা রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.