শুভব্রত মুখার্জি : চলতি টি-২০ বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে জয়ের মুখ দেখেনি পাকিস্তান দল। আমিরশাহিতে চলা বিশ্বকাপেই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ১০ উইকেটে বড় জয় পেয়েছে পাকিস্তান দল। সেই জয়ের ফলে যে আত্মবিশ্বাস দলের মধ্যে এসেছে, তা তাদের এই বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত থাকতে সাহায্য করেছে বলে দাবী করেন মহম্মদ হাফিজ।
উল্লেখ্য চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে গিয়েছে পাকিস্তান দল। তাও গ্রুপের সব ম্যাচে জিতে। তাদের শেষ ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ডের। সেই ম্যাচেও ৭২ রানে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। অর্থাৎ ৫টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছে তারা। উল্লেখ্য এর আগে ওয়ানডে হোক বা টি-২০ বিশ্বকাপ, ভারতের মুখোমুখি হয়ে চলতি বিশ্বকাপের আগে একটি ম্যাচেও জয় পায়নি পাকিস্তান।
পাকিস্তানের বিশ্বকাপ অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে হাফিজ বলেছেন, ‘যে কোনও টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয় খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এটা আপনাকে আত্মবিশ্বাস জোগাবে। ভারতকে হারানোতে আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিল। ভারতের বিরুদ্ধে একাধিক ম্যাচে আমি পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলেছি। ওই সমস্ত হারের পরে তার প্রভাব আমাদের উপর পড়েছিল। এবার আমরা জিতেছি। ভারতকে হারানো পাকিস্তান দলের সদস্য হতে পারাটা গর্বের বিষয়।’