বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > Shami hits back at Shoaib Akhtar: 'কর্মফল ভোগ করছ ভাই', ভারতীয়দের হেয় করা শোয়েবকে শুনিয়ে দিলেন শামি

Shami hits back at Shoaib Akhtar: 'কর্মফল ভোগ করছ ভাই', ভারতীয়দের হেয় করা শোয়েবকে শুনিয়ে দিলেন শামি

শোয়েব আখতারকে কথা শুনিয়ে দিলেন মহম্মদ শামি। (ফাইল ছবি, সৌজন্যে এপি এবং এএফপি)

Shami hits back at Shoaib Akhtar: ইংল্যান্ডের একটি উইকেটও তুলতে না পারায় ভারতীয় বোলারদের উদ্দেশ্যে ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার বলেছিলেন, ‘একটাও আউট করতে পারলি না ভাই?’ এবার পালটা দিলেন মহম্মদ শামি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে ভারতকে আক্রমণ শানিয়েছিলেন। ভারতীয় বোলারদের কটাক্ষ করেছিলেন শোয়েব আখতার। এবার ফাইনালে পাকিস্তান হারতেই শোয়েবকে পালটা দিলেন ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি। কড়া সুরে শামি বললেন, 'দুঃখিত ভাই। এটাকে কর্মা বলে।'

রবিবার মেলবোর্নে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ উইকেটে হেরে গিয়েছে পাকিস্তান। বেন স্টোকসের জয়সূচক শটের পর টুইটারে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব একটি ইমোজি টুইট করেন। হৃদয়ভঙ্গের ইমোজি পোস্ট করেন। তাতেই শামি বলেন, 'দুঃখিত ভাই। এটাকে কর্মা বলে (অর্থাৎ কর্মফল ভোগ করতে হচ্ছে আখতারকে)।'

শামির সেই টুইটে মজেছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, ‘শামি, আপনি কাঁপিয়ে দিয়েছেন।’ একজন আবার তেলুগু সিনেমা ‘KGF’-র ‘রকি ভাইয়ের’ ছবি পোস্ট করে লেখেন, ‘শামি ভাই পুরো ফর্মে আছেন।’ যে ছবিতে ওই সিনেমার মুখ্য চরিত্র ‘রকি ভাইয়ের’ গুলি চালানোর ছবি পোস্ট করা হয়েছিল। তবে শামির টুইটে চটেছেন পাকিস্তানিরা।

কী কী বলেছিলেন আখতার?

গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১০ উইকেটে হেরে গিয়েছিল ভারত। তারপরই ভারতীয় দলকে হেয় করতে থাকেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। ইংল্যান্ডের একটি উইকেটও তুলতে না পারায় ভারতীয় বোলারদের উদ্দেশ্যে ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ বলেছিলেন, ‘একটাও আউট করতে পারলি না ভাই?’

আরও পড়ুন: ICC team of the tournament: ট্রফি অধরা! তবে T20 বিশ্বকাপের সেরা দলে ৩ ভারতীয়, বেশি পাকিস্তানের থেকেও

সেখানেই থামেননি আখতার। তিনি বলেছিলেন, 'ভারতের হাতে দ্রুতগতির পেসার নেই। দারুণ স্পিন করতে পারবে, এমন কোনও স্পিনারও নেই। দ্বিধাগ্রস্ত হয়ে দল নির্বাচন করেছিল। সেই দল নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল। তাই ব্যাপক মার খেয়েছে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে বল করতে পারে না। পরিবেশের সহায়তা পেলে তবেই ম্যাচ জেতাতে পারে। পরিবেশের সাহায্য না পেলেই সব জারিজুরি শেষ হয়ে যায়।' সঙ্গে বলেছিলেন, ‘মেলবোর্নের ফাইনালে আমাদের বিরুদ্ধে খেলার যোগ্য ছিল না ভারত।’

আরও পড়ুন: T20 World Cup Final: পাকিস্তানের বোলিং ভারতের মতো 'এলেবেলে' নয়, ফাইনালের আগে সীমাহীন কটাক্ষ আখতারের

পরবর্তীতে আবার শোয়েব দাবি করেছিলেন, ভারতের মতো পাকিস্তানের বোলিং মোটেও এলেবেলে নয়। ইংল্যান্ড সহজে রেহাই পাবে না। তিনি বলেছিলেন, ‘ইংল্যান্ডের আত্মবিশ্বাস শিখরে পৌঁছে গিয়েছে। তবে ওরা ভালোভাবেই জানে যে পাকিস্তানের বোলাররা ভারতীয় মতো নয়। ফাইনালে কিছু না কিছু করতেই হবে। তবে জিততে পাবে। ওয়াকওভার মিলবে না।’

বন্ধ করুন