বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > ৫ উইকেট নিয়ে বিশ্বকাপে ইতিহাস মুজিবের, জ্বলে উঠলেন রশিদ, সুপার টুয়েলভে স্কটল্যান্ডকে বিধ্বস্ত করল আফগানিস্তান

৫ উইকেট নিয়ে বিশ্বকাপে ইতিহাস মুজিবের, জ্বলে উঠলেন রশিদ, সুপার টুয়েলভে স্কটল্যান্ডকে বিধ্বস্ত করল আফগানিস্তান

মুজিব উর রহমান। ছবি- আইসিসি।

এর আগে আর কোনও আফগান ক্রিকেটার বিশ্বকাপে এমন কৃতিত্ব অর্জন করতে পারেননি।

বল হাতে বিশ্বকাপের আসরে ইতিহাস গড়লেন মুজিব উর রহমান। মুড়ি-মুড়কির মতো উইকেট মুঠোয় পুরলেন রশিদ খান। যার মিলিত ফল, চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে স্কটল্যান্ডকে বিধ্বস্ত করল আফগানিস্তান। যদিও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ব্যাটসম্যানরাও।

শারজায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯০ রান তোলে। নাজিবুল্লাহ জাদরান দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন। এছাড়া হজরতউল্লাহ জাজাই ৪৪, মহম্মদ শেহজাদ ২২, রহমানুল্লাহ গুরবাজ ৪৬ ও মহম্মদ নবি অপরাজিত ১১ রান করেন।

৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন সফিয়ান শরিফ। ১টি করে উইকেট নিয়েছেন জোস ডেভি ও মার্ক ওয়াট।

জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ১০.২ ওভারে মাত্র ৬০ রানে অল-আউট হয়ে যায়। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটি যুগ্মভাবে চতুর্থ নিন্মতম দলগত ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন জর্জ মুনসি। এছাড়া ক্রিস গ্রেভস ১২ ও কাইল কোয়েটজার ১০ রান করেন। বাকিরা কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ৫ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন।

মুজিব উর রহমান ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। তিনি প্রথম আফগান ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের (ওয়ান ডে ও টি-২০) ইতিহাসে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। এছাড়া রশিদ খান ২.২ ওভারে মাত্র ৯ রানের বিনিময়ে ৪টি উইকেট পকেটে পোরেন। ১৩০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে আফগানিস্তান। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মুজিব।

বন্ধ করুন