২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল নেদারল্যান্ডসকে হারিয়ে দ্বিতীয় জয় পেল। এই জয়ে টিম ইন্ডিয়াও টেবিলের প্রথম স্থানে চলে গেছে। এই ম্যাচে ঝোড়ো ব্যাটিং করে হাফ সেঞ্চুরি করেছেন সূর্যকুমার যাদব। তিনি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। সূর্যকুমার যাদব তাঁর ইনিংস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রকাশ করেছেন।
সূর্যকুমার যাদব বলেছেন, ‘আমি যখন ব্যাট করতে যাই, তখন শুধু নিজেকে প্রকাশ করার চেষ্টা করতাম। পরিস্থিতি খুব সহজ ছিল, আমাকে যা করতে হয়েছিল তা হল গতি বাড়ানো। আমি আজ মাঠে গিয়ে একটি বল খেলেই বার্তাটি পরিষ্কার করে দিয়েছিলাম। আমাদের প্রতি ওভারে প্রায় ৮-১০ রান করতে হয়েছিল যাতে আমাদের বোলাররা সহজেই রক্ষা করতে পারে এমন স্কোর পেতে হয়েছিল।’
আরও পড়ুন… স্কটল্যান্ডের পর বাংলাদেশ, ১৩ বছর বাদে ফের ১০০ রানের বেশি মার্জিনে WC-এ জিতল প্রোটিয়ারা
সূর্যকুমার যাদব আরও বলেছেন যে, ‘পরিস্থিতি যেভাবে চলছে তাতে তিনি খুব খুশি। তার (কোহলি) সঙ্গে ব্যাটিং করা সত্যিই উপভোগ করছি, যখন আমরা দুজনেই ব্যাটিং করি তখন চিন্তাগুলো খুব পরিষ্কার হয়। আমি যদি প্রথমে কিছু বাউন্ডারি পাই তাহলে আমাদের অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমরা সেটাই করেছি।’ সূর্যকুমার যাদব জানিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেট অনেকটা মুম্বই-এর উইকেটের মতোই। সেটাই স্কাইকে সাহায্য করছে।
প্রথমে ব্যাট করে কেএল রাহুলের উইকেট হারায় ভারতীয় দল। ৯ রান করে সাজঘরে ফিরে যান তিনি। তার পর রোহিত শর্মা ও বিরাট কোহলি ভালো ব্যাটিং করেছেন। হাফ সেঞ্চুরি করে আউট হন রোহিত শর্মা। ৫৩ রান করে আউট হন তিনি। বিরাট এবং সূর্য দ্রুত ব্যাট করে দলকে ২ উইকেটে ১৭৯ রানে নিয়ে যান। কোহলি অপরাজিত ৬২ রান করেন। ২৫ বলে অপরাজিত ৫১ রান করেন সূর্যকুমার। জবাবে নেদারল্যান্ডসের ব্যাটিং পুরোপুরি ভেঙে পড়ে। দলটি ৯ উইকেটে মাত্র ১২৩ রান তুলতে পারে। ভারতের হয়ে অশ্বিন, অক্ষর প্যাটেল, ভুবি ও আর্শদীপ ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন… T20 বিশ্বকাপের মধ্যেই কাতার ফুটবল বিশ্বকাপ দেখার পরিকল্পনা করে ফেললেন সৌরভ
এদিন সূর্যকুমার যাদব জানিয়েছেন তিনি স্টিভ ওয়ার ইনিংস থেকে অনুপ্রেরণিত হয়েছিলেন। ভারতীয় ব্যাটসম্যানের মতে, স্টিভ ওয়ার সেই ইনিংস থেকেই তিনি শিখেছিলেন কীভাবে আক্রমণ করে খেলতে হয়। ইএসপিএন ক্রিকইনফো-এর সঙ্গে কথোপকথনে সূর্যকুমার যাদব বলেন, ‘আমি তার ভিডিয়ো দেখতাম এবং পর্যবেক্ষণ করতাম যখন সে ব্যাট করতে যায় তখন তার মনোভাব কেমন হয়। তিনি যখন এমন বিপজ্জনক ফাস্ট বোলারদের সামনে ব্যাট করেন, তখন তার আগ্রহ কীসের। সেই ভিডিয়ো থেকে আমি যা শিখেছি তা হল আক্রমণ এবং খেলা। এই কারণেই যখন আমি আমার রঞ্জি ট্রফি ক্যারিয়ার শুরু করেছি, আমি একই পদ্ধতিতে খেলতে শুরু করেছিলাম। আমি সবসময় অনুভব করেছি যে আক্রমণ আমার সেরা প্রতিরক্ষা। যে কোনও পরিস্থিতিতে, সবসময় প্রতিপক্ষ দলকে চাপ দিন এবং দেখুন কী হয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।