বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > Myntra trolls KL Rahul: রাহুলকে নিয়ে নির্মম রসিকতা Myntra-র, ব্র্যান্ডদের কি ট্রোল করা উচিত? উঠল প্রশ্ন

Myntra trolls KL Rahul: রাহুলকে নিয়ে নির্মম রসিকতা Myntra-র, ব্র্যান্ডদের কি ট্রোল করা উচিত? উঠল প্রশ্ন

Myntra-র পোস্ট করা সেই টি-শার্টের ছবি। আউট হয়ে ফিরছেন কেএল রাহুল। (ছবি সৌজন্যে, টুইটার @myntra এবং এপি)

Myntra trolls KL Rahul: এক নেটিজেন বলেন, ‘কেএল রাহুলের প্রতি রাগের কারণ বোঝা যাচ্ছে। কিন্তু এটা একটি ব্র্যান্ডের ক্ষেত্রে অত্যন্ত নিম্নরুচির। প্রথমত, এটা অত্যন্ত ব্যক্তিগত এবং বাজে উদাহরণ তৈরি করছে।'

সেমিফাইনালে ব্যর্থতার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন কেএল রাহুল। এবার তাঁকে চূড়ান্ত ট্রোল করল Myntra। তা নিয়ে অনেকেই চটেছেন Myntra-র উপর। তাঁদের প্রশ্ন, এরকমভাবে একজন ক্রিকেটারকে কীভাবে ট্রোল করতে পারে একটি ব্র্যান্ড?

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন ছন্দে ছিলেন না রাহুল। বাংলাদেশ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে অর্ধশতরান করলেও ফের সেমিফাইনালে ব্যর্থ হন। পাঁচ বলে পাঁচ রান করে আউট হয়ে যান। অর্থাৎ এবারের বিশ্বকাপে তিন বড় দলের (পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড) বিরুদ্ধে ব্যর্থ হন। অথচ ভারতের সহ-অধিনায়ক হিসেবে বড় ম্যাচে তাঁর থেকে অনেক প্রত্যাশা ছিল।

আরও পড়ুন: India's timid approach against England: Intent, Process-এর গপ্পো, শেষে ভীতুর ডিমের মতো খেলা, রোহিতদের নিয়ে উঠল প্রশ্ন

সেই প্রত্যাশা পূরণ করতে না পারায় নেটিজেনদের ট্রোলের মুখে পড়েন রাহুল। Myntra-র তরফে ট্রোলের চেষ্টা করা হয়। টুইটারে পোস্ট করা হয় একটি টি-শার্টের ছবি। ওই কালো টি-শার্টে লেখা ছিল, 'Out of This World (আউট অফ দিস ওয়ার্ল্ড)।' তবে ‘Of This World (অফ দিস ওয়ার্ল্ড) কেটে দেওয়া হয়। সঙ্গে টুইটারের ক্যাপশনে লেখা ছিল, 'কেএল রাহুলের প্রিয় টি-শার্ট।'

সেই টুইটে অবশ্য চটে গিয়েছেন নেটিজেনরা। তাঁদের প্রশ্ন, কোনও ব্র্যান্ড কীভাবে একজন ক্রিকেটারের বিষয়ে এরকম টুইট করতে পারে? এক নেটিজেন বলেন, ‘কেএল রাহুলের প্রতি রাগের কারণ বোঝা যাচ্ছে। কিন্তু এটা একটি ব্র্যান্ডের ক্ষেত্রে অত্যন্ত নিম্নরুচির। প্রথমত, এটা অত্যন্ত ব্যক্তিগত এবং বাজে উদাহরণ তৈরি করছে। উনি আপনার দেশের প্রতিনিধিত্ব করছেন। সেইসঙ্গে ভারতের সহ-অধিনায়কও। দ্বিতীয়ত, দল হেরেছে। সেটা শুধুমাত্র ওঁর জন্য নয়। আরও অন্যান্য কারণ ছিল।’

আরও পড়ুন: IND vs ENG: কেন দ্বিপাক্ষিক সিরিজে জিতে ICC ট্রফিতে ভরাডুবি হচ্ছে? সোজা প্রশ্নে বস্তাপচা অজুহাত রোহিতের

এক নেটিজেন আবার ফেটে যাওয়া ট্রলির ছবি পোস্ট করে লেখেন, 'আশা করি যে আপনারা ছেঁড়া জামার ডেলিভারি দেবেন না। যেমন আগে আমায় দিয়েছিলেন।' একইসুরে একজন বলেন, 'আগে নিজেদের ডেলিভারি দেওয়ার প্রক্রিয়া ঠিক করুন। ডেলিভারির অ্যাসোসিয়েটসরা আমার ঠিকানায় জিনিস পাঠাচ্ছে না।' একজন আবার ব্যবহৃত জামার র ছবি পোস্ট করে লেখেন, 'আশা করছি যে উনি (যে ব্যক্তি ওই টি-শার্ট কিনবেন) এরকম জামা পাবেন না।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন