বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > মাত্র ৩৫ সেকেন্ডেই সেজেগুজে তৈরি হয়ে যান 'ন্যাচারাল বিউটি' মহম্মদ শেহজাদ

মাত্র ৩৫ সেকেন্ডেই সেজেগুজে তৈরি হয়ে যান 'ন্যাচারাল বিউটি' মহম্মদ শেহজাদ

আফগানিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ শেহজাদ (ছবি:আইসিসি)

সাংবাদিক শেহজাদকে প্রশ্ন করেছিলেন 'আপনার চুলের স্টাইলটা খুব ভালো লাগছে। আপনি কি এরজন্য অনেক সময় দেন! এর উত্তরে মজার ছলে শেহজাদ জানান  মাত্র ৩৫ সেকেন্ডেই সেজেগুজে তৈরি হয়ে যান তিনি। ন্যাচারাল বিউটি।

শুভব্রত মুখার্জি: আফগানিস্তান জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ওপেনিং ব্যাটার তথা উইকেট রক্ষক মহম্মদ শেহজাদ। বরাবরের মিসুকে ব্যক্তিত্ব তিনি। মহেন্দ্র সিং ধোনির ফ্যান, ক্রিকেট মাঠের এই বর্ণময় চরিত্র চলতি টি-২০ বিশ্বকাপে তাদের পরবর্তী ম্যাচের আগে বেশ কয়েকটি মজার মন্তব্য করে বসলেন।

প্রাক ম্যাচ ইন্টারভিউতে মজার ছলে শেহজাদ জানালেন তার সেজেগুজে তৈরি হতে নাকি মাত্র ৩৫ সেকেন্ড সময় লাগে! অনেক মহিলা আছেন যারা নাকি তাকে 'ন্যাচারাল বিউটি' অর্থাৎ স্বাভাবিক সুন্দরী বলেও অ্যাখ্যা দিয়েছেন। সুপার-১২ তে আফগানিস্তানের পরবর্তী ম্যাচের আগে আইসিসির রীতি অনুযায়ী এক সাক্ষাৎকার দেওয়ার সময় এমন মজার কথা বলে বসেন শেহজাদ। উল্লেখ্য টি-২০ বিশ্বকাপে আফগানিস্তান দলের শুরুটা দুর্দান্ত হয়েছে। প্রথম ম্যাচে ১৩০ রানের বিশাল ব্যবধানে তারা হারিয়েছে স্কটল্যান্ডকে। সেই ম‌্যাচে ব্যাট হাতে ২২ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন শেহজাদ।

সাংবাদিক শেহজাদকে প্রশ্ন করেছিলেন 'আপনার চুলের স্টাইলটা খুব ভালো লাগছে। আপনি কি এরজন্য অনেক সময় দেন !' এর উত্তরে মজার ছলে শেহজাদ জানান ‘সত্যি বলছেন ! হুম ....আমি মাত্র ৩৫ সেকেন্ডেই সেজেগুজে তৈরি হয়ে যাই। ন্যাচারাল বিউটি। আমি বাথরুমে আমার চুল ঠিক করতে একেবারেই সময় নষ্ট করি না। অনেক মেয়েরাই বলে আমি খুব সুন্দর দেখতে। সমস্ত ব্যাপারটাই ন্যাচারাল।’

বন্ধ করুন