চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ গ্রুপ-১ থেকে কোন দু'টি দল সেমিফাইনাল খেলবে, তা নিশ্চিত হয়ে গিয়েছে আগের দিনই। এবার সবার নজর ছিল গ্রুপ-২'এ। পাকিস্তান ইতিমধ্যেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। তবে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের দৌড়ে ছিল নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারত। নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের মুখোমুখি লড়াইয়েই ছবিটা স্পষ্ট হয়ে যায় যে, গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনাল খেলবে। নিউজিল্যান্ড আফগানিস্তানকে হারিয়ে শেষ চারে পৌঁছে যায়। আফগানিস্তান জিতলে সুযোগ থাকত ভারতের সামনে। ভারত সেক্ষেত্রে শেষ ম্যাচে নমিবিয়াকে দাপটের সঙ্গে হারাতে পারলেই সেমিফাইনালে প্রবেশ করত। শেষমেশ কিউয়িরা জয় তুলে নেওয়ায় এক ম্যাচ বাকি থাকতেই ভারতের বিদায় নিশ্চিত হবে যায়।
ম্যাচের সেরা বোল্ট
৪ ওভারে মাত্র ১৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়ে নিউজিল্যান্ডের জয়ের মঞ্চ প্রস্তুত করা ট্রেন্ট বোল্ট ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।
সেমিফাইনালে নিউজিল্যান্ড
আফগানিস্তানকে হারানোর সুবাদে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে নিউজিল্যান্ড। তারা নেট রান-রেটের নিরিখে পাকিস্তানকে টপকে গ্রুপের এক নম্বরে উঠে আসে। পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারালে তারা গ্রুপের এক নম্বর দল হিসেবেই সেমিফাইনালে প্রবেশ করবে। যদিও ইতিমধ্যেই তারা শেষ চারের টিকিট নিশ্চিত করেছে। আফগানিস্তান হারায় ভারতের সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যায়। ছিটকে যায় আফগানিস্তানও।
৮ উইকেটে জয় নিউজিল্যান্ডের
আফগানিস্তানের ৮ উইকেটে ১২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১২৫ রান তুলে নেয়। ১১ বল বাকি থাকতে ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড।
মুজিব ৪ ওভারে ৩১/১
মুজিব উর রহমান ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন। জয়ের জন্য ৩ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৭ রান। ১৭ ওভারে তাদের স্কোর ১১৮/২। উইলিয়ামসন ৩৬ ও কনওয়ে ৩৪ রান করেছেন। কেন উইলিয়ানসন ৩টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। ডেভন কনওয়ে ৪টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ৩৬ রান করে নট-আউট থাকেন।
১৫ ওভারে নিউজিল্যান্ড ১০১/২
১৫ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দারকার ২৪ রান। রশিদ ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন। নবি ৪ ওভারে ২৬ রান খরচ কেরেছেন। কোনও উইকেট পাননি। উইলিয়ামসন ২৯ ও কনওয়ে ২৬ রানে ব্যাট করছেন।
১২ ওভারে নিউজিল্যান্ড ৭০/২
১২ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে ৭০ রান তুলেছে। ডয়ের জন্য শেষ ৮ ওভারে তাদের দরকার ৫৫ রান। উইলিয়ামসন ২০ রানে ব্যাট করছেন।
১০ ওভারে নিউজিল্যান্ড ৬১/২
১০ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৬১ রান তুলেছে। জয়ের জন্য শেষ ১০ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৬৪ রান। ১৩ রানে ব্যাট করছেন উইলিয়ামসন।
গাপ্তিলকে ফেরালেন রশিদ
৮.৫ ওভারে রশিদ খানের বলে বোল্ড হন মার্টিন গাপ্তিল। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ২৮ রান করেন তিনি। নিউজিল্যান্ড ৫৭ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভন কনওয়ে। ৯ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৫৮/২।
৭ ওভারে নিউজিল্যান্ড ৫০/১
৭ ওভারে ১ উইকেট হারিয়ে দলগত ৫০ ছুঁল নিউজিল্যান্ড। ৭ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৫০/১। গাপ্তিল ২৬ ও উইলিয়ামসন ৭ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-র ৬ ওভারে নিউজিল্যান্ড ৪৫/১
পাওয়ার প্লে-র ৬ ওভারে নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে। ১৫ বলে ২৪ রান করেছেন গাপ্তিল। ৯ বলে ৪ রান করেছেন উইলিয়ামসন।
মিচেলকে ফেরালেন মুজিব
৩.১ ওভারে মুজিবের বলে শেহজাদের দস্তানায় ধরা পড়েন ডারিল মিচেল। ৩টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন কিউয়ি ওপেনার। নিউডিল্যান্ড ২৬ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। ৪ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৩০/১।
মুজিবের ওভারে ৮ রান ওঠে
দ্বিতীয় ওভারে বল করতে আসেন মুজিব উর রহমান। তাঁর ওভারে ৮ রান ওঠে। নিউজিল্যান্ড ২ ওভারে ১৫ রান তুলেচে। কোনও উইকেট হারায়নি তারা।
নিউজিল্যান্ডের রান তাড়া করা শুরু
নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন ডারিল মিচেল ও মার্টিন গাপ্তিল। আফগানিস্তানেক হয়ে বোলিং শুরু করেন মহম্মদ নবি। প্রথম ওভারে ৭ রান তোলে নিউজিল্যান্ড।
আফগানিস্তান ২০ ওভারে ১২৪/৮
আফগানিস্তান নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে ১২৪ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ১২৫ রান।
শেষ বলে আউট রশিদ
ইনিংসের শেষ বলে নিশাম ফেরালেন রশিদ খানকে। ৭ বলে ৩ রান করে উইলিয়ামসনের হাতে ধরা পড়েন রশিদ। মুজিব ১ বল খেলে খাতা খুলতে পারেননি। শেষ ওভারে মাত্র ২ রান তোলে আফগানিস্তান।
বোল্টের শিকার করিম
১৮.৪ ওভারে বোল্টের বলে সোধির হাতে ধরা পড়েন সদ্য করিম জানাত। ২ বলে ২ রান করে মাঠ ছাড়েন করিম। ১২১ রানে ৭ উইকেট হারায় আফগানিস্তান। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুজিব। ১৯ ওভার শেষে আফগানিস্তান্তের স্কোর ১২২/৭।
নাজিবুল্লাহর উইকেট তুলে নিলেল বোল্ট
১৮.২ ওভারে বোল্টের বলে নিশামের হাতে ধরা পড়েন নাজিবুল্লাহ জাদরান। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৭৩ রান করেন জাদরান। আফগানিস্তান ১১৯ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রশিদ খান। বোল্ট ৪ ওভারে ১৭ রানে ৩ উইকেট নেন।
নবিকে ফেরালেন সাউদি
১৭.৬ ওভারে টিম সাউদির বলে তাঁর হাতেই ধরা পড়েন মহম্মদ নবি। ২০ বলে ১৪ রান করেন তিনি। কোনও বাউন্ডারি মারতে পারেননি নবি। আফগানিস্তান ১১৫ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান করিম জানাত। জাদরান ৬৯ রানে ব্যাট করছেন। সাউদি ৪ ওভারে ২৪ রানে ২ উইকেট দখল করেন।
১৭ ওভারে আফগানিস্তান ১০১/৪
১৭ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৪ উইকেটে ১০১। ৪২ বলে ৫৭ রান করেছেন নাজিবুল্লাহ। ১৮ বলে ১৩ রান করেছেন নবি।
হাফ-সেঞ্চুরি নাজিবুল্লাহর
৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নাজিবুল্লাহ জাদরান। ১৫ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৯১/৪। জাদরান ৫০ ও নবি ১০ রানে ব্যাট করছেন।
স্যান্টনারের ওভারে ওঠে ১৯ রান
১৪তম ওভালে মিচেল স্যান্টনারের বলে ১৯ রান তোলে আফগানিস্তান। ২টি ছক্কা মারেন জাদরান। ১৫৪ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৮৭/৪। জাদরান ৪৯ ও নবি ৭ রানে ব্যাট করছেন।
১৩ ওভারে আফগানিস্তান ৬৮/৪
১৩ ওভার শেষে আফগানিস্তান ৪ উইকেটে ৬৮ রান তুলেছে। নাজিবুল্লাহ ২৬ বলে ৩২ রান করেছেন। নবি ব্যাট করছেন ১০ বলে ৬ রান করে।
নায়েবকে ফেরালেন সোধি
৯.৬ ওভারে ইশ সোধির বলে বোল্ড হলেন গুলবদিন নায়েব। ১টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন তিনি। আফগানিস্তান ১০ ওভারে ৫৬ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহম্মদ নবি।
নিশামের ওভারে ১২ রান তোলে আফগানিস্তান
নবম ওভারে জিমি নিশামের বলে ১২ রান তোলে আফগানিস্তান। ২টি চার মারেন নাজিবুল্লাহ। ৯ ওভারে আফগানিস্তানের স্কোর ৪৮/৩। জাদরান ১৫ বলে ২১ রান করেছেন। ১৫ বলে ১৩ রান করেছেন নায়েব।
৮ ওভারে আফগানিস্তানের স্কোর ৩৬/৩
৮ ওভার শেষে আফগানিস্তান ৩ উইকেট হারিয়ে ৩৬ রান তুলেছে। ১৩ বলে ১১ রান করেছেন গুলবদিন নায়েব। ১১ বলে ১১ রান করে ব্যাট করছেন নাজিবুল্লাহ। দু'জনেই ১টি করে চার মেরেছেন।
রহমানুল্লাহকে ফেরালেন সাউদি
৫.১ ওভারে রহমানুল্লাহকে এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন টিম সাউদি। মাত্র ১৯ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসে আফগানিস্তান। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৬ রান করেন রহমানুল্লাহ। ক্রিজে নতুন ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরান। পাওয়ার প্লে-র ৬ ওভারে আফগানিস্তান ৩ উইকেট হারিয়ে ২৩ রান তুলেছে।
৫ ওভারে আফগানিস্তান ১৯/২
অ্যাডাম মিলিনের ওভারে মাত্র ৩ রান সংগ্রহ করে আফগানিস্তান। ৫ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১৯/২।
জাজাইকে ফেরালেন বোল্ট
৩.১ ওভারে ট্রেন্ট বোল্ডের বলে স্যান্টনারের হাতে ধরা পড়েন হজরতউল্লাহ জাজাই। ৪ বলে ২ রান করেন জাজাই। আফগানিস্তান ১২ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান গুলবদিন নায়েব। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ৪ ওভারে আফগানিস্তানের স্কোর ১৬/২।
শেহজাদকে ফেরালেন মিলিন
২.২ ওভারে অ্যাডাম মিলিনের বলে ডেভন কনওয়ের দস্তানায় ধরা পড়েন মহম্মদ শেহজাদ। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৪ রান করেন শেহজাদ। আফগানিস্তান ৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ। তিনি নিজের খেলা দ্বিতীয় বলেই চার মারেন। ৩ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১২/১
বোল্টের ওভারে ১ রান ওঠে
দ্বিতীয় ওভারে বল করতে আসেন ট্রেন্ট বোল্ট। প্রথম বলে ১ রান নেন জাজাই। বাকি ৫টি বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি শেহজাদ। ওভারে মোট ১ রান ওঠে। ২ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান।
ম্যাচ শুরু
আফগানিস্তানের হয়ে যথারীতি ওপেন করতে নামেন মহম্মদ শেহজাদ ও হজরতউল্লাহ জাজাই। নিউজিল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন টিম সাউদি। শুরুতেই ওয়াইড বল হয়। প্রথম বলে লেগ-বাই হিসেবে ১ রান যোগ হয় আফগানিস্তানের খাতায়। দ্বিতীয় বলে চার মারেন শেহজাদ। প্রথম ওভারে ৬ রান ওঠে। কোনও উইকেট হারায়নি আফগানিস্তান।
নিউজিল্যান্ডের প্রথম একাদশ
মার্টিন গাপ্তিল, ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), ডারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলিন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ইশ সোধি।
আফগানিস্তানের প্রথম একাদশ
হজরতউল্লাহ জাজাই, মহম্মদ শেহজাদ (উইকেটকিপার), রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবি (ক্যাপ্টেন), গুলবদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন উল হক ও হামিদ হাসান।
দলে ফিরলেন মুজিব
আফগানিস্তানের কাছ থেকে ভারতীয়দের প্রত্যাশা বেড়ে গেল বহুগুনে। কেননা, চোট সারিয়ে দলে ফিরলেন তারকা স্পিনার মুজিব উর রহমান। তাঁকে জায়গা ছেড়ে দিলেন শরাফুদ্দিন। নিউজিল্যান্ড অবশ্য অপরিবর্তিত প্রথম একাদশে মাঠে নামার সিদ্ধান্ত নেয়।
টস জিতল আফগানিস্তান
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল আফগানিস্তান। যদিও টস জিতে আফগান অধিনায়ক মহম্মদ নবি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। চলতি বিশ্বকাপে যেখানে সব ক্যাপ্টেনরা রান তাড়া করে ম্যাচ জিততে চাইছেন, নবি সেই পথে হাঁটলেন না। সুতরাং, আবু ধাবিতে টস জিতে শুরুতে ব্যাটিং আফগানিস্তানের। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন যদিও বলেন যে, পুরনো পিচে শুুরতে ব্যাট করে নিতে চেয়েছিলেন তাঁরাও। অর্থাৎ টস জিতলে ব্যাটিং নিত নিউজিল্যান্ডও।
রশিদদের শেষ চারে যাওয়া শক্ত
আবুধাবিতে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকেই সবার নজর। যদি নিউজিল্যান্ড জেতে, তাহলে এবারের মতো ভারতের খেল খতম। সেই কারণে ১৩০ কোটি ভারতীয় এখন আফগানিস্তানের জন্য প্রার্থনা করছেন। যদিও আফগানিস্তানের পক্ষে সেমিফাইনালে যাওয়া শক্ত। বিস্তারিত পড়ুন:- ICC T20 WC- আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে যাই হোক, রশিদদের শেষ চারে যাওয়া শক্ত
কার্যত ভারতের জন্য লড়াইয়ে নামছে আফগানিস্তান
নিজেদের জন্য তো বটেই, তবে সম্ভবত তার থেকেও বেশি করে ভারতের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে নামছে আফগানিস্তান। আফগানদের জেতার উপর নির্ভর করছে বিরাট কোহলিদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা। রশিদরা জিতলে তবেই টুর্নামেন্টে ভেসে থাকবে টিম ইন্ডিয়া। নাহলে রবিবারই কোহলিদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। স্বাভাবিকভাবেই সারা ভারতের সমর্থন নিয়ে কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামছে আফগানিস্তান।