ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেও নমিবিয়ার বিরুদ্ধে কোহলিদের নিয়মরক্ষার শেষ ম্যাচে দুবাইয়ের গ্যালারিতে প্রচুর সংখ্যায় দর্শক উপস্থিত ছিলেন। শুরুতে ভারত-পাকিস্তান ম্যাচে তো টিকিট নিয়ে রীতিমতো হাহাকার দেখা দিয়েছিল।
ভারত-পাকিস্তান উভয় দলই বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। তার প্রভাব পড়েছে বিশ্বকাপ নিয়ে সমর্থকদের আগ্রহেও। ফাইনাল ম্যাচেই প্রমাণ হয়ে গেল, বাণিজ্যিকভাবে বিশ্বকাপ সফল করতে হলে ভারতকে কতটা দরকার।
আসলে ফাইনাল ম্যাচে গ্যালারিতে সারি সারি খালি চেয়ারগুলি নিতান্ত বেমানান দেখাচ্ছিল। যদিও একশো শতাংশ দর্শকাসন ভরানোর অনুমতি দিয়েছিল আমিরশাহি সরকার। ভারত-পাকিস্তানের মতো দল ফাইনালে উঠলে ছবিটা অন্যরকম দেখাত নিশ্চিত।
দুবাইয়ে বিশ্বকাপ ফাইনালে গুরুত্বপূর্ণ টস জেতেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টস জিতে তিনি প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডকে। বিশ্বকাপে শিশির সমস্যার জন্যই যে দল টস জিতছে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা রান তাড়া করার সিদ্ধান্ত নিচ্ছে। রান তাড়া করে ম্যাচ জয়ের সম্ভাবনা বেশি বলেই ফিঞ্চ অন্য পথে হাঁটতে রাজি হলেন না। টসের পর নিউজিল্যান্ড দলনায়ক কেন উইলিয়ামসনও স্পষ্ট জানিয়ে দেন যে, টস জিতলে ফিঞ্চের মতো তিনিও বোলিংয়ের সিদ্ধান্ত নিতেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।