বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > দলের সেরা ক্রিকেটারকে অধিনায়ক করার সিদ্ধান্ত আমরা দ্রুত নিয়ে ফেলি: প্যাডি আপ্টন

দলের সেরা ক্রিকেটারকে অধিনায়ক করার সিদ্ধান্ত আমরা দ্রুত নিয়ে ফেলি: প্যাডি আপ্টন

ভারতের প্রাক্তন মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন (ছবি:টুইটার)

ভারতের প্রাক্তন মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন মনে করেন টি-২০ বিশ্বকাপ বিরাট কোহলির ভারত জেতার ক্ষমতা রাখে। টুর্নামেন্টের সবথেকে বড় খেতাব জয়ের দাবিদার বিরাটরা।

শুভব্রত মুখার্জি: ২০১১ সালে ভারত তাদের প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ের ২৮ বছর পরে ফের বিশ্বকাপ জিতেছিল। সেবার ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলের স্ট্রেন্থ এবং মেন্টাল কন্ডিশানাল কোচ ছিলেন প্যাডি আপ্টন। তিনি মনে করেন টি-২০ বিশ্বকাপ বিরাট কোহলির ভারত জেতার ক্ষমতা রাখে। টুর্নামেন্টের সবথেকে বড় খেতাব জয়ের দাবিদার বিরাটরা।

আপ্টনের মতে কোহলির নেতৃত্বে ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ভারত ঘরে তুলবে। ২০১১ সালে আপ্টন এবং কোহলি একসাথে কাজ করেছিলেন। ১৭ অক্টোবর থেকে ওমান এবং আমিরশাহিতে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপের আসর। ২৪ অক্টোবর ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল তাদের প্রতিপক্ষ।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আপ্টন জানিয়েছেন ‘বিশ্বের অন্যতম সেরা টি-২০ দল ভারত। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। দলটা এতটাই ভালো যে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার তারা। এই বিশ্বকাপের অভিযান তারা ফেভারিট হিসেবেই শুরু করবেন। তবে যে কোনও বড় টুর্নামেন্টে ফেভারিট হয়ে যাওয়াটা আপনার উপর অযথা একটা চাপও তৈরি করে।’

আপ্টনের মতে ‘২০১১ বিশ্বকাপের প্রত্যাশার যেমন চাপ ছিল এবারও তা রয়েছে। যা ভারতের ক্ষেত্রে অসুবিধার কারণ হতে পারে। আপনার উপর যদি সবসময় জেতার চাপ থাকে তাহলে আপনি স্বাধীনতার সাথে খেলতে পারেন না। অধিনায়ক হিসেবে ধোনি এবং বিরাট দুজনেই আলাদা। অধিনায়কত্ব সবসময় কঠিনতম কাজগুলোর একটা। বোলিং পরিবর্তন বা ফিল্ড সেট করা এখন আর শুধু অধিনায়কের কাজ নয়। সবথেকে বড় কাজ হল দলের বাকি সদস্যদের অনুপ্রেরণা যোগানো। মাঝেমধ্যেই আমরা দলের সেরা ক্রিকেটারকে অধিনায়ক করার সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিয়ে ফেলি যা একেবারেই ঠিক নয়।’

বন্ধ করুন