সেমিফাইনালে ছন্দে ফিরেছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং তারকা উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। কিন্তু ফাইনালে গিয়ে ফের তাঁরা মুখ থুবড়ে পড়লেন। রিজওয়ান ১৪ বলে ১৫ করে সাজঘরে ফেরেন। আর বাবর ২৮ বল খেলে ৩২ রান করে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন: লজ্জার যে রোহিতরা বিদেশি লিগে খেলতে পারে না-দ্রাবিড়ের যুক্তি উড়িয়ে দাবি হেলসের
ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদের স্পিনের জালে ফেঁসে ভুল শট খেলেন বাবর। টাইমিং-ই ঠিকঠাক করতে পারেননি। রশিদের হাতেই সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে বাবরের এই আউটের পরে তাঁর দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে। অধিনায়ক হয়েও দলের প্রয়োজনের সময়ে উইকেট ছুঁড়ে দিয়ে সাজঘরে ফিরে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যে সময়ে তাঁর ক্রিজে টিকে থাকাটা গুরুত্বপূর্ণ ছিল।
সেমিফাইনালের মতো ফাইনালেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ব্রিটিশ অধিনায়ক জস বাটলার। শুরু থেকেই স্যাম কারান, আদিল রশিদের দাপটের সামনে পাকিস্তানের ব্যাটিং অর্ডার নড়বড়ে হয়ে পড়ে।
পাওয়ার প্লে-তে পাকিস্তানের সংগ্রহ ছিল মাত্র ১ উইকেটে ৩৯ রান। প্রথম ১০ ওভারে পাকিস্তান করে ২ উইকেটে ৬৮ রান। ১১তম ওভারে লিয়াম লিভিংস্টোনকে একটি চার এবং ছক্কা হাঁকান শান মাসুদ। সেই ওভারে হয় মোট ১৬ রান। যখন পাকিস্তান একটু গোছাতে শুরু করেছে, ঠিক তখনই ১১.১ ওভারে রশিদের বলে নিজের উইকেট ছুঁড়ে দিয়ে সাজঘরে ফেরেন বাবর। তখন স্কোবোর্ডে রান ৮৪। ৩ নম্বর উইকেট হারায় পাকিস্তান।
আরও পড়ুন: শোচনীয় হারের ময়নাতদন্ত করবে BCCI,উত্তর দিতে হবে কোচ-অধিনায়ককে,বাদ যাবেন না কোহলিও
বাবরের আউটটা পাকিস্তানের কাছে একটি বড় ধাক্কা ছিল। কারণ তার পর শান মাসুদ কিছুটা চেষ্টা করলেও, বাকিদের অবস্থা ছিল তথৈবচ। শান মাসুদ ২৮ বলে ৩৮ করেন। এটাই পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর। বাবর করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩২। ১৪ বলে ২০ করেন শাদাব খান। রিজওয়ান ১৫ করেছিলেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে পাকিস্তান করে মাত্র ১৩৭ রান।
ইংল্যান্ডের স্যাম কারান নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন আদিল রশিদ এবং ক্রিস জর্ডন। বেন স্টোকস নিয়েছেন ১ উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।