বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > PAK vs ENG: 2022 T20 World Cup ফাইনালে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামলেন বাটলাররা,কেন জানেন?

PAK vs ENG: 2022 T20 World Cup ফাইনালে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামলেন বাটলাররা,কেন জানেন?

ইংল্যান্ডের তারকারা কালো আর্মব্যান্ড পরে খেলতে নামলেন।

প্রয়াত ডেভিড ইংলিশকে শ্রদ্ধা জানাতেই ইংল্যান্ডের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন। ডেভিডকে ইংল্যান্ডের ক্রিকেটের ‘গডফাদার’ বলা হয়। শনিবার ৭৬ বছর বয়সে তিনি মারা যান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জস বাটলারদের কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে দেখা গিয়েছে। প্রথমে দেখে সকলেই একটু অবাক হয়েছিলেন। পরে জানা যায়, প্রয়াত ডেভিড ইংলিশকে শ্রদ্ধা জানাতেই কালো আর্মব্যান্ড পরে খেলতে নামেন ব্রিটিশ তারকারা।

আরও পড়ুন: স্পিনের জালে ফাঁসলেন বাবর, দারুণ রিটার্ন ক্যাচ রশিদের- ভিডিয়ো

ডেভিডকে ইংল্যান্ড ক্রিকেটের ‘গডফাদার’ বলা হয়। শনিবার ৭৬ বছর বয়সে তিনি মারা যান। ফাইনালের আগে বাটলার টুইট করেন, ‘ডেভিড ইংলিশের মৃত্যুর খবরে অত্যন্ত ব্যথিত। মানুষ হিসেবে দারুণ ছিলেন। ওঁর সঙ্গে সময় কাটিয়ে খুবই মজা পেতাম। ওঁর বানবারি ফেস্টিভ্যাল ক্রিকেট প্রতিযোগিতায় খেলে অনেক ক্রিকেটার উঠে এসেছে।’

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং ইংল্যান্ড। সেই ম্যাচেই ডেভিড ইংলিশকে শ্রদ্ধা জানান বাটলাররা। ব্রিটিশ তারকা ক্রিস ওকসও টুইট করে লিখেছেন, ‘ডেভিড ইংলিশের প্রয়াণের খবর খুবই দুঃখজনক। ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন উনি। ওর সঙ্গে সময় কাটাতে খুবই ভাল লাগত। কখনও আনন্দ কমতে দিতেন না।’

সেমিফাইনালের মতো ফাইনালেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ব্রিটিশ অধিনায়ক জস বাটলার। শুরু থেকেই স্যাম কারান, আদিল রশিদের দাপটের সামনে পাকিস্তানের ব্যাটিং অর্ডার নড়বড়ে হয়ে পড়ে। সেমিফাইনালে ছন্দে ফিরেছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং তারকা উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। কিন্তু ফাইনালে গিয়ে ফের তাঁরা মুখ থুবড়ে পড়লেন। রিজওয়ান ১৪ বলে ১৫ করে সাজঘরে ফেরেন। পাওয়ার প্লে-তে পাকিস্তানের সংগ্রহ ছিল মাত্র ১ উইকেটে ৩৯ রান।

আরও পড়ুন: লজ্জার যে রোহিতরা বিদেশি লিগে খেলতে পারে না-দ্রাবিড়ের যুক্তি উড়িয়ে দাবি হেলসের

এ দিন তিনে ব্যাট করতে নেমে মহম্মদ হ্যারিসও ব্যর্থ হন। ১২ বলে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। আর বাবর ২৮ বল খেলে ৩২ রান করে আউট হন। এটা পাকিস্তানের ব্যাটারদের দ্বিতীয় সর্বোচ্চ। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান শান মাসুদের। ৮ বলে ৩৮ করেন। এ ছাড়া ১৪ বলে ২০ করেন শাদাব খান। রিজওয়ানের ১৫ ছাড়া বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে পাকিস্তান করে ১৩৭ রান। যে রান তাড়া করে জয়ের লক্ষ্যে পৌঁছানোটা খুব কঠিন কাজ নয়।

বন্ধ করুন