এই বিশ্বকাপে যেন অপ্রতিরোধ্য পাকিস্তান। পরপর চার ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেল তারা। এ দিকে শেষ চারের লড়াইয়ে বেশ কিছুটা পিছিয়ে পড়ল নামিবিয়া। যদিও এ দিন পাকিস্তানের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করল নামিবিয়া। তবে শেষ রক্ষা হল না।
৪৫ রানে জয় পেল পাকিস্তান
শেষ ওভারে রিজওয়ান যদি ২৪ রান না নিতেন, তা হলে হয়তো আজকের ম্যাচে অন্য রকম ফল হতো! কিন্তু সে রকম কিছুই হয়নি। পাকিস্তান দাপটের সঙ্গে নামিবিয়ার বিরুদ্ধে ৪৫ রানে জয় পেয়েছে। খাতায় কলমে হয়তো এটাই লেখা থাকবে। তবে এ দিন নামিবিয়া যে লড়াইটা করেছে, সব ক্রিকেট প্রেমীর মনে সারা জীবন থেকে যাবে।
পাকিস্তান প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৮৯ রান করেছিল। বাবর আজম ওপেন করতে নেমে ৪৯ বলে ৭০ রানের অসাধারণ ইনিংস খেলেন। আর রিজওয়ান শেষ ওভারে ২৪ রান নেন। মোট ৫০ বলে ৭৯ রান করেন তিনি। ১৬ বলে ৩২ রানের দুরন্ত ইনিংস খেলেছেন মহম্মদ হাফিজও। সব মিলিয়ে ১৮৯ রান করে পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে নামিবিয়া কিন্তু শেষ বল পর্যন্ত লড়াই করেছে। শেষ ওভারে তারা ১৬ রান নিয়েছে। যার নিট ফল, ৫ উইকেটে ১৪৪ রান করেছে নামিবিয়া। উইলিয়ামসের ৩৭ বলে ৪০, উইসির ৩১ বলে অপরাজিত ৪৩, এগুলোই এ দিন বড় প্রাপ্তি নামিবয়ার। ৪৫ রানে পাকিস্তানের কাছে হারলেও ক্রিকেট বিশ্বের মন জয় করল নামিবিয়া।
আউট হলেন স্মিত
হরিশ রাউফের বলে ফকর জামানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন স্মিত। ৫ বল খেলে মাত্র ২ রান করেছেন তিনি। ১৭ ওভারে ৫ উইকেটে ১১১ রান নামিবিয়ার। উইসি ১৯ বলে ১৯ রান করে অপরাজিত রয়েছেন।
উইলিয়ামস আউট
আর একটি বড় ধাক্কা খেল নামিবিয়া। ৩৭ বলে ৪০ রান করে সাজঘরে ফিরলেন উইলিয়ামস। শাদাব খানের বলে হাসান আলি ক্যাচ ধরেন। ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৩ রান নামিবিয়ার।
আউট হলেন এরাসমাস
১০ বলে ১৫ রান করে এরাসমাসকে ফেরালেন ইমাদ ওয়াসিম। শাদব খান ক্যাচ ধরেন। এরাসমাসের বদলে নেমেছেন উইসি। তবে এরাসমাস ফিরে যাওয়ায় নিঃসন্দেহে নামিবিয়ার লড়াই কঠিন হয়ে গেল। ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৩ রান নামিবিয়ার। উইলিয়ামস ৩৪ বলে ৩৪ করে অরাজিত রয়েছেন। উইসি ৩ বল খেলে ১ রান করেছেন।
নামিবিয়া ১০ ওভারে: ৭০/২
এই ওভারে ১৪ রান হয়। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭০ রান নামিবিয়ার। উইলিয়ামস ২৩ বলে ২২ করে অপরাজিত রয়েছেন। ৬ বলে ১৪ রান এরাসমাসের।
স্টিফান বার্ড রান আউট
স্টিফান বার্ডকে রান আউট করেন রিজওয়ান। আসলে রাউফ বলটি ছুঁড়েছিলেন রিজওয়ানকে। তিনি আউট করেন। ২৯ বলে ২৯ করে আউট হন রাউফ। ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৬ রান পাকিস্তানের।
নামিবিয়া ৬ ওভারে: ৩৪/১
১০ রান হল এই ওভারে। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান নামিবিয়ার। স্টিফান বার্ড ২৩ বলে ২২ করেছেন। উইলিয়ামস ১১ বলে ৭ রান করে অপরাজিত রয়েছেন।
নামিবিয়া ৫ ওভারে: ২৪/১
৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৪ রান নামিবিয়ার। স্টিফান বার্ড ১৮ বলে ১৪ এবং উইলিয়ামস ১০ বলে ৬ রান করে অপরাজিত রয়েছেন।
নামিবিয়া ৪ ওভারে: ২৩/১
এই ওভারেও ৮ রান যোগ হল নামিবিয়ার খাতায়। ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ করেছে নামিবিয়া। স্টিফান বার্ড ১৬ বলে ১৪ করেছেন। উইলিয়ামস ৬ বলে ৫ রান করেছেন।
নামিবিয়া ৩ ওভারে: ১৫/১
শাহিন আফ্রিদি এই ওভারে ৭ রান দিলেন। ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫ রান নামিবিয়ার। স্টিফান বার্ডের ১৩ বলে ১১ রান। উইলিয়ামস ৩ বল খেলে এখনও কোনও রান করতে পারেননি।
আউট হলেন লিঙ্গেন
দ্বিতীয় ওভারেই নামিবিয়াকে ধাক্কা দিলেন হাসান আলি। ভ্যান লিঙ্গেনকে বোল্ড করেন তিনি। ২ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন লিঙ্গেন। ২ ওভারে ১ উইকেটে ৮ রান নামিবিয়ার।
নামিবিয়া ১ ওভারে: ৭/০
শাহিন আফ্রিদি প্রথম ওভারে ৭ রান দিলেন। স্টিফান বার্ড (৫ বলে ৩ রান) এবং মিচেল ভ্যান লিঙ্গেন (১ বলে ৪ রান) ক্রিজে রয়েছেন।
নামিবিয়ার রান তাড়া করে শুরু
স্টিফান বার্ড এবং মিচেল ভ্যান লিঙ্গেন ওপেন করতে নেমেছেন। প্রথম ওভার বল করছেন শাহিন আফ্রিদি।
১৮৯ রানের পাহাড় গড়ে দিলেন রিজওয়ান
৪-৬-৪-৪-৪-২। শেষ ওভারে জেজে স্মিতের বলে একেবারে রানের বন্যা বইয়ে দিলেন রিজওয়ান। নিলেন ২৪ রান। রিজওয়ানের ১ ওভারে করা এই ২৪ রানের সৌজন্যে পাকিস্তানের ইনিংস পৌঁছে গেল ১৮৯-এ। রিজওয়ান নিজে মোট রান করলেন ৫০ বলে ৭৯। ১৬ বলে দুরন্ত ৩২ রানের ইনিংস খেলেছেন মহম্মদ হাফিজ। আর ওপেন করতে নেমে ৪৯ বলে ৭০ রান করেছিলেন বাবর আজম। সব মিলিয়ে নামিবিয়ার সামনে ১৯০ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। যে রানটা করা কিন্তু একেবারেই সহজ নয়। বিশেষ করে পাকিস্তানের শক্তিশালী বোলিং অ্যাটাককে সামলে।
রিজওয়ানের অর্ধশতরান
৬ মেরে অর্ধশতরান করে ফেললেন রিজওয়ান। ৪২ বলে তিনি ৫৪ রান করেন। ১৯ ওভারে ২ উইকেটে ১৬৫ রান পাকিস্তানের। মহম্মদ হাফিজে লড়াকু মেজাজে ১৬ বলে ৩২ করে ফেলেছেন। ওপেন করতে নেমে ৪৪ বলে ৫৫ করে অপরাজিত রয়েছেন রিজওয়ান।
পাকিস্তান ১৮ ওভারে: ১৫৫/২
প্রথম দিকে নড়বড় করলেও মহম্মদ রিজওয়ান নিজের ছন্দ ফিরে পেয়ে গিয়েছে। তিনি ইতিমধ্যে ৪১ বলে ৪৮ রান করে ফেলেছেন। মহম্মদ হাফিজ রয়েছেন লড়াকু মেজাজে। ১৩ বলে ২৯ করে ফেলেছেন তিনি। ১৮ ওভারে ২ উইকেটে ১৫৫ রান পাকিস্তানের।
আউট হলেন ফকর জামান
৫ বলে ৫ রান করে সাজঘরে ফিরলেন ফকর জামান। ফ্রাইলিঙ্কের বলে উইকেটকিপার গ্রিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ফকর জামান। পরিবর্তে নেমেছেন মহম্মদ হাফিজ। ১৬ ওভারে ২ উইকেটে ১২৭ রান পাকিস্তানের।
আউট হলেন বাবর আজম
৪৯ বলে ৭০ রান করে আউট হলেন বাবর আজম। উইসের বলে ফ্রাইলিঙ্কের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পাক অধিনায়ক। ১ উইকেট হারালেও পাকিস্তানের ১৫ ওভারে ১১৮ রান। ৩৯ বলে ৪৪ করে ফেলেছেন মহম্মদ রিজওয়ান। ফকর জামান বাবরের বদলে নেমেছেন। তিনি২ বলে ২ রান করেছেন।
পাকিস্তান ১৩ ওভারে: ১০১/০
শেষ ৩ ওবারে ৪২ রান করল পাকিস্তান। ১৩ ওভারে তারা ১০০ পার করে গিয়েছে। কোনও উইকেট না হারিয়ে পাকিস্তানের রান ১০১। ৪৪ বলে ৬১ রান বাবর আজমের। ৩৪ বলে ৩৮ রান মহম্মদ রিজওয়ানের। বড় রানের লক্ষ্যে এগোচ্ছে পাকিস্তান।
পাকিস্তান ১০ ওভারে: ৫৯/০
৩৫ বলে ৪৩ রান করে ফেলেছেন বাবর আজম। ২৫ বলে ১৬ রান রিজওয়ানের। ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৯ রান।
Rohit Sharma likely to lead in New Zealand T20Is; Virat Kohli's ODI captaincy to be discussed: Report
১৯ বলে ২১ করে ফেলেছেন বাবর আজম। রিজওয়ান খুব একটা ভাল ছন্দে নেই। ১৭ বলে ৮ রান তাঁর। ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৯ রান পাকিস্তানের।
পাকিস্তান ৫ ওভারে: ২২/০
এই ওভারে রিজওয়ানের এলবিডব্লিউ অ্যাপিল করে নামিবিয়া। আউটও দেন ফিল্ড আম্পায়ার। কিন্তু ডিআরএস নিলে দেখা যায়, তিনি নট আউট। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২২ রান পাকিস্তানের। ১৬ বলে ১৬ রান বাবরের। ১৪ বলে ৭ রান রিজওয়ানের।
পাকিস্তান ৪ ওভারে: ১৩/০
৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৩ রান করেছে পাকিস্তান। ১৩ বলে ১১ রান বাবরের। ১১ বলে ২ রান করেছেন রিজওয়ান।
পাকিস্তান ৩ ওভারে: ৬/০
৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬ রান করেছে পাকিস্তান। ৭ বলে ৪ রান বাবরের। ১১ বলে ২ রান করেছেন রিজওয়ান।
পাকিস্তান ২ ওভারে: ৪/০
এই ওভারে ৪ রান নিল পাকিস্তান। বাবর আজম ৪ বলে ৩ রান করেছেন। রিজওয়ান ৮ বলে ১ করেছেন।
পাকিস্তান ১ ওভারে: ০/০
প্রথম ওভারে কোনও রান হয়নিষ মেডেন ওভার নিয়েছেন ট্রাম্পেলম্যান। ক্রিজে রয়েছে পাকিস্তানের সবচেয়ে ভরসার জুটি বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান।
পাকিস্তানের ইনিংস শুরু
বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান ওপেন করতে নেমেছেন। ট্রাম্পেলম্যান প্রথম ওভারে বল করতে এসেছেন।
নামিবিয়ার প্রথম একাদশ
টিমে দু'টি পরিবর্তন করা হয়েছে। স্টিফান বার্ড এবং বেন শিকোঙ্গো দলে ঢুকেছেন পিক্কি ইয়া ফ্রান্স এবং বার্নার্ডের পরিবর্তে।
প্রথম একাদশ: স্টিফান বার্ড, মিচেল ভ্যান লিঙ্গেন, ক্রেইগ উইলিয়ামস, গারহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড উইসে, জেজে স্মিত, জান নিকোল লোফতি-ইটন, জ্যান গ্রিন (উইকেটকিপার), জান ফ্রাইলিঙ্ক, রুবেন ট্রাম্পেলম্যান, বেন শিকোঙ্গো।
পাকিস্তানের প্রথম একাদশ
পাকিস্তানের প্রথম একাদশ অপরিবর্তিত।
প্রথম একাদশ: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হ্যারিস রউফ এবং শাহিন আফ্রিদি।
টসে জিতলেন বাবর আজম
টসে জিতলে সাধারণ সব টিমই বোলিং নিচ্ছে। শিশিরের সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিচ্ছে প্রতিটি টিম। এবং এই বিশ্বকাপে পরে রান তাড়া করে জয়ের হারই বেশি। তবে আজ সকলকে কিছুটা অবাক করেই টসে জিতে প্রথম ব্যাটিং নিলেন বাবর আজম। বিশেষজ্ঞরা মনে করছেন, তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের ব্যাটিং শক্তিটাও দেখে নিতে চাইছেন পাক অধিনায়ক। প্রথমে ব্যাট করে কতটা রান করা উচিত বা কতটা সমস্যায় পড়তে হতে পারে, সেগুলোই পরীক্ষানিরীক্ষা করে নিতে চাইছেন বাবর আজম।
নামিবিয়াও সহজে হাল ছাড়বে না
বিশ্ব ক্রিকেটে নামিবিয়া অনামী টিম হলেও, অঘটন ঘটাতে পারবে না, এমনটা নয়। তবে পাকিস্তানের বিরুদ্ধে জয় পাওয়াটা বেশ কঠিন। নামিবিয়া স্কটল্যান্ডকে হারিয়েছে। তবে আফগানিস্তানের বিরুদ্ধে হেরেছে। দেখার, এই ম্যাচে নামিবিয়া কোনও অঘটন ঘটাতে পারে কিনা!
শেষ চার নিশ্চিত করে ফেলতে চায় পাকিস্তান
কঠিন লড়াইগুলো সব পার করে এসেছেন। ধারে ভারে সব দিক থেকে পাকিস্তানের তুলনায় অনেকটাই পিছনে নামিবিয়া। পাকিস্তান যেখানে ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তানের মতো প্রতিপক্ষদের হারিয়ে এসেছে, সেখানে নামিবিয়াকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তাই আজই নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনাল পাকা করে ফেলতে চাইছে পাকিস্তান।