বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > PAK vs NZ: পরিসংখ্যানে এগিয়ে বাবররা, ছন্দে রয়েছে কিউয়িরা, কী হবে দু' দলের একাদশ?

PAK vs NZ: পরিসংখ্যানে এগিয়ে বাবররা, ছন্দে রয়েছে কিউয়িরা, কী হবে দু' দলের একাদশ?

কী হবে নিউজিল্যান্ড-পাকিস্তানের প্লেয়িং একাদশ?

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তান-নিউজিল্যান্ড অতীতে ২৮টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ১৭টিতেই জিতেছে পাকিস্তান। ১১টিতে জেতে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে অতীতে পাকিস্তান-নিউজিল্যান্ড ৬ ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেই ছয় বারের সাক্ষাতে চার বারই জিতেছিল পাকিস্তান। দু'বার জেতে নিউজিল্যান্ড।

বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। ভারতীয় সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে।

চলতি বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটসম্যানরা প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারেননি। সুপার টুয়েলভ পর্বের প্রথম দু'টি ম্যাচে হেরে গিয়েছিল পাকিস্তান। কোনও মতে ভাগ্য সঙ্গে নিয়ে সেমিফাইনালে উঠেছে তারা। তবে সেমিতে ওঠার পুরো কৃতিত্বই নিঃসন্দেহে তাদের বোলিং বিভাগের। ব্যাটিংয়ের অবস্থা খুব খারাপ। তারকা ব্যাটার বাবর আজম ফর্মে নেই। মহম্মদ রিজওয়ানের অবস্থা তথৈবচ। ওপেনাররা ফর্মে না থাকায় পাক ব্যাটিং লাইনআপটাই নড়বড় করছে।

আরও পড়ুন: বাটলারদের উপর রাজত্ব করার আগে ‘ব্রিটিশ রাজে’ নৈশভোজ রোহিতদের

অন্যদিকে নিউজিল্যান্ড ব্যাটিং এবং বোলিং- দুই বিভাগেই বেশ ভালো খেলছে তারা। আসলে টিম গেম খেলছে কিউয়িরা। তারা টুর্নামেন্টে অন্যতম হট ফেভারিট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আয়োজক দেশ অস্ট্রেলিয়াকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছে নিউজিল্যান্ড।

দলের কম্বিনেশন বিবেচনায় নিউজিল্যান্ড ব্যালেন্স টিম। তবে অতীত সমীকরণ এবং দুই দলের মুখোমুখি সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় কিউয়িদের চেয়ে এগিয়ে পাকিস্তান। কিন্তু চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্সের নিরিখে এগিয়ে আবার কিউয়িরাই।

আরও পড়ুন: কোহলি-সূর্যকে নিয়েই সবচেয়ে চাপে ইংল্যান্ড শিবির- বুঝিয়ে দিলেন স্টোকস

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তান-নিউজিল্যান্ড অতীতে ২৮টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ১৭টিতেই জিতেছে পাকিস্তান। ১১টিতে জয় পায় নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অতীতে পাকিস্তান-নিউজিল্যান্ড ৬ ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেই ছয় বারের সাক্ষাতে চার বারই জিতেছিল পাকিস্তান। দু'বার জেতে নিউজিল্যান্ড।

ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অতীতে তিন বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। অতীতের সেই গুরুত্বপূর্ণ সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করেই জয়লাভ করেছিল পাকিস্তান।

প্রসঙ্গত সেমিফাইনালে দুই টিমেরই একই একাদশ ধরে রাখার সম্ভাবনাই বেশি।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: মহম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ হ্যারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মহম্মদ নওয়াজ, শাদাব খান, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হ্যারিস রউফ এবং শাহিন শাহ আফ্রিদি।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিন, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট এবং লকি ফার্গুসন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন