বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > PAK vs NZ: শেষবেলায় ঝড় তুলে পাকিস্তানকে জেতালেন আসিফ আলি, সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল বাবরদের
পরপর দু'ম্যাচে জয় পাকিস্তানের। ছবি- পিসিবি।

PAK vs NZ: শেষবেলায় ঝড় তুলে পাকিস্তানকে জেতালেন আসিফ আলি, সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল বাবরদের

২২ রানে ৪ উইকেট দখল করে ম্যাচের সেরা হন হ্যারিস রউফ।

ভারতের বিরুদ্ধে জয়ের পর প্রবল আত্মবিশ্বাসী পাকিস্তান এবার টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামে। গ্রুপ-২'এ এটা নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ ছিল। সেদিক থেকে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে মরিয়া ছিল টেস্টের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও পাকিস্তানের কাছে শেষমেশ হার মানতে হয় কেন উইলিয়ামসনদের।

26 Oct 2021, 11:04:15 PM IST

ম্যাচের সেরা হ্যারিস রউফ

৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৪টি উইকেট নেওয়া হ্যারিস রউফ ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

26 Oct 2021, 11:03:21 PM IST

৫ উইকেটে জয় পাকিস্তানের

নিউজিল্যান্ডের ৮ উইকেটে ১৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৫ রান তুলে নেয়। ৫ উইকেটে ম্যাচ জিতে পাকিস্তান সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করে। আসিফ আলি ৩টি ছক্কা ও ১টি চারের সাহায্যে ১২ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ২৬ রান করে নট-আউট থাকেন শোয়েব মালিক।

26 Oct 2021, 10:51:01 PM IST

২ ওভারে পাকিস্তানের দরকার ৯ রান

জয়ের জন্য ২ ওভারে পাকিস্তানের দরকার ৯ রান। স্যান্টনারের ওভারে ১৫ রান তোলে পাকিস্তান। ১টি চার ও ১টি ছক্কা মারেন শোয়েব মালিক। ১৮ ওভারে পাকিস্তানের স্কোর ১২৬/৫। শোয়োব ২৬ ও আসিফ ১৯ রানে ব্যাট করছেন।

26 Oct 2021, 10:46:28 PM IST

৩ ওভারে দরকার ২৪ রান

জয়ের জন্য শেষ তিন ওভারে ২৪ রান দরকার পাকিস্তানের। সাউদির ওভারে আসিফ আলি ২টি ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে পুনরায় ম্যাচে ফেরান। ১৭ ওবার শেষে পাকিস্তান ৫ উইকেটে ১১১ রান তুলেছে।

26 Oct 2021, 10:35:55 PM IST

ওয়াসিমকে ফেরালেন বোল্ট

১৪.৫ ওভারে ইমদ ওয়াসিমকে ফেরালেন ট্রেন্ট বোল্ট। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১১ রান করে এলবিডব্লিউ হন ওয়াসিম। পাকিস্তান ৮৭ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নকুন ব্যাটসম্যান আসিফ আলি। তিনি প্রথম বলেই বাউন্ডারি মারেন। ১৫ ওভার শেষে পাকিস্তান ৫ উইকেটের বিনিময়ে ৯১ রান তুলেছে। জয়ের জন্য তাদের শেষ ৫ ওভারে ৪৪ রান দরকার। শোয়েব মালিক ৬ রানে ব্যাট করছেন।

26 Oct 2021, 10:20:21 PM IST

সাজঘরে ফিরলেন রিজওয়ান

১১.৪ ওভারে ইশ সোধির বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মহম্মদ রিজওয়ান। ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৩৩ রান করেন তিনি। পাকিস্তান ৬৯ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ইমদ ওয়াসিম। ১২ ওভারে পাকিস্তানের স্কোর ৭০/৪।

26 Oct 2021, 10:15:28 PM IST

হাফিজ আউট

১০.৬ ওভারে স্যান্টনারের বলে ডেভন কনওয়ের হাতে ধরা পড়েন মহম্মদ হাফিজ। ১টি ছক্কার সাহায্য়ে ৬ বলে ১১ রান করেন তিনি। পাকিস্তান ৬৩ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শোয়েব মালিক।

26 Oct 2021, 10:08:48 PM IST

১০ ওভারে পাকিস্তান ৫৮/২

১০ ওভারে পাকিস্তান ২ উইকেট হারিয়ে ৫৮ রান তুলেছে। রিজওয়ান ২৬ ও হাফিজ ৯ রানে ব্যাট করছেন। জয়ের জন্য শেষ ১০ ওভারে পাকিস্তানের দরকার ৭৭ রান।

26 Oct 2021, 10:04:23 PM IST

ফকরকে ফেরালেন সোধি

৮.৬ ওভারে ফকর জামানকে এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন ইশ সোধি। ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ১১ রান করে আউট হন ফকর। পাকিস্তান ৪৭ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহম্মদ হাফিজ। রিজওয়ান ব্যাট করছেন ২৪ রানে।

26 Oct 2021, 09:46:27 PM IST

বাবরকে ফেরালেন সাউদি

৫.১ ওভারে টিম সাউদির বলে বোল্ড হলেন বাবর আজম। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৯ রান করেন ৯ রান করে ক্রিজ ছাড়েন পাক দলনায়ক। পাকিস্তান ২৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ফকর জামান। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে পাকিস্তান ১ উইকেটের বিনিময়ে ৩০ রান তুলেছে। রিজওয়ান ১৮ রানে ব্যাট করছেন।

26 Oct 2021, 09:35:01 PM IST

পাকিস্তানের রান তাড়া করা শুরু

পাকিস্তানেক হয়ে যথারীতি ওপেন করতে নামেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের হয়ে নতুন বলে বোলিং শুরু করেন মিচেল স্যান্টনার। প্রথম ওভারে ৭ রান ওঠে। ১টি চার মারেন বাবর।

26 Oct 2021, 09:18:05 PM IST

নিউজিল্যান্ড ২০ ওভারে ১৩৪/৮

নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য পাকিস্তানের দরকার ১৩৫ রান। পাকিস্তানের দাপুটে বোলিংয়ের বিরুদ্ধে ভারত গত ম্যাচে দেড়শো রানের গণ্ডি টপকাতে সক্ষম হয়। তবে নিউজিল্যান্ডেক থামতে হয় অনেক আগেই।

26 Oct 2021, 09:15:08 PM IST

স্যান্টানর আউট

ইনিংসের শেষ বলে আউট হন মিচেল স্যান্টনার। হ্যারিস রউফের বলে বোল্ড হয়ে ক্রিজ ছাড়েন তিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৬ রান করেন স্যান্টনার। সোধি ২ বলে ২ রান করে অপরাজিত থাকেন। হ্যারিস ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন।

26 Oct 2021, 09:08:44 PM IST

সেফার্তকে ফেরালেন আফ্রিদি

১৮.৬ ওভারে শাহিন আফ্রিদির বলে হাফিজের হাতে ধরা পড়েন টিম সেফার্ত। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৮ রান করে ক্রিজ ছাড়েন তিনি। নিউজিল্যান্ড ১২৫ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ইশ সোধি। আফ্রিদি ৪ ওভারে ১টি মেডেন-সহ ২১ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

26 Oct 2021, 09:00:39 PM IST

গ্লেন ফিলিপস আউট

১৭.৩ ওভারে রউফের বলে হাসান আলির হাতে ধরা পড়েন ফিলিপস। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন ফিলিপস। নিউজিল্যান্ড ১১৬ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মিচেল স্যান্টনার। হ্যারিসের এটি ম্যাচে তৃতীয় উইকেট। ১৮ ওভার শেষে নিউজিল্যান্ড ৬ উইকেটের বিনিময়ে ১১৯ রান তুলেছে।

26 Oct 2021, 09:00:03 PM IST

ডেভন কনওয়ে আউট

১৭.১ ওভারে হ্যারিস রউফের বলে বাবর আজমের হাতে ধরা পড়েন ডেভন কনওয়ে। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ২৭ রান করেন ডেভন। নিউজিল্যান্ড ১১৬ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান টিম সেফার্ত।

26 Oct 2021, 08:45:59 PM IST

১৫ ওভারে নিউজিল্যান্ড ১০০/৪

১৫ ওভার শেষে নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে দলগত ১০০ রান তুলেছে। ডেভন কনওয়ে ২১ ও গ্লেন ফিলিপস ৪ রানে ব্যাট করছেন।

26 Oct 2021, 08:36:47 PM IST

রান-আউট উইলিয়ামসন

১৩.১ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে সাজঘরে ফেরেন কেন উইলিয়ামসন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ২৫ রান করে ক্রিজ ছাড়েন কিউয়ি দলনায়ক। নিউজিল্যান্ড ৯০ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। ১৪ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৯৫/৪।

26 Oct 2021, 08:35:10 PM IST

শাদবকে পরপর ৩টি বাউন্ডারি ডেভনের

১৩তম ওভারে শাদবের শেষ তিনটি বলে পরপর ৩টি বাউন্ডারি মারেন ডেভন কনওয়ে। ওভারে মোট ১৫ রান ওঠে। কনওয়ে ১৭ ও উইলিয়ামসন ২৫ রানে ব্যাট করছেন। ১৩ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৯০/৩

26 Oct 2021, 08:29:37 PM IST

১২ ওভারে নিউজিল্যান্ড ৭৫/৩

১২ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৭৫/৩। হাফিজের ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ১টি চার ও ১টি ছয় মারেন উইলিয়ামসন। তিনি ২৪ বলে ২৪ রান করে অপরাজিত রয়েছেন। ৭ বলে ৩ রান করেছেন কনওয়ে।

26 Oct 2021, 08:15:05 PM IST

হাফিজ তুলে নিলেন নিশামের উইকেট

ইনিংসের দশম ওভারে বল হাতে নিয়েই হাফিজ তুলে নিলেন নিশামের উইকেট। নিজের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট তুলে নিলেন তিনি। নিশাম ২ বলে ১ রান ফকরের হাতে ধরা পড়েন। নিউজিল্যান্ড ৫৬ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভন কনওয়ে। ১০ ওভার শেষে নিউজিল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ৬০ রান তুলেছে। উইলিয়ামসন ১২ রানে ব্যাট করছেন।

26 Oct 2021, 08:10:53 PM IST

মিচেলকে ফেরালেন ওয়াসিম

৮.২ ওভারে ডারিল মিচেলকে ফিরিয়ে দেন ইমদ ওয়াসিম। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ২৭ রান করে ফকর জামালেন হাতে ধরা পড়েন তিনি। নিউজিল্যান্ড ৫৪ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জেমস নিশাম।

26 Oct 2021, 07:57:27 PM IST

গাপ্তিলকে ফেরালেন হ্যারিস

৫.২ ওভারে হ্যারিস রউফের বলে বোল্ড হন মার্টিন গাপ্তিল। ষষ্ঠ ওভারে প্রথমবার হ্যারিসের হাতে বল তুলে দেন বাবর। তিনি ১৪৯ কিলোমিটারের ইয়র্কার দিয়ে ওভার শুরু করেন। দ্বিতীয় বলেই তিনি নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভেঙে দেন। নিউজিল্যান্ড ৩৬ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। পাওয়ার প্লে-র ৬ ওভারে নিউজিল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ৪২ রান তুলেছে।

26 Oct 2021, 07:53:39 PM IST

৫ ওভারে নিউজিল্যান্ড ৩৬/০

৫ ওভার শেষে নিউজিল্যান্ড বিনা উইকেটে ৩৬ রান তুলেছে। গাপ্তিল ৩টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৭ রান করেছেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৮ রান করেছেন ডারিল মিচেল।

26 Oct 2021, 07:33:41 PM IST

ম্যাচ শুরু

নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন মার্টিন গাপ্তিল ও জারিল মিচেল। পাকিস্তানের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন শাহিন আফ্রিদি। শুরুতেই মেডেন ওভার আফ্রিদির। সুতরাং, প্রথম ওভারে কোনও রান তুলতে পারেনি নিউজিল্যান্ড। অবশ্য তারা কোনও উইকেটও হারায়নি।

26 Oct 2021, 07:27:52 PM IST

নিউজিল্যান্ডের প্রথম একাদশ

মার্টিন গাপ্তিল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), টিম সেফার্ত (উইকেটকিপার), ডারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ইশ সোধি।

26 Oct 2021, 07:17:56 PM IST

ছিটকে গেলেন ফার্গুসন

কাফ মাসলের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লকি ফার্গুসন। স্বাভাবিকভাবেই পাকিস্তান ম্যাচে তাঁর মাঠে নামার প্রশ্ন নেই। ফার্গুসনের না থাকা নিউজিল্যান্ডের কাছে কতবড় ক্ষতি, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। তাঁর পরিবর্তে অ্যাডাম মিলিন নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে পড়েন।

26 Oct 2021, 07:14:28 PM IST

পাকিস্তানের প্রথম একাদশ

ভারতের বিরুদ্ধে পরীক্ষিত প্রথম একাদশেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।প্লেয়িং ইলেভেন: বাবর আজম (ক্যাপ্টেন), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদব খান, ইমদ ওয়াসিম, হাসান আলি, হ্যারিস রউফ ও শাহিন আফ্রিদি।

26 Oct 2021, 07:11:38 PM IST

টস জিতল পাকিস্তান

শারজায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল পাকিস্তান। টস জিতে পাক দলনায়ক বাবর আজম প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান কিউয়িদের। সুতরাং, টস হেরে শুরুতে ব্যাটিং কেন উইলিয়ামসনদের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শোণিতপুর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য ‘বাচ্চার বাচ্চা আসছে…’,দিদিমা হচ্ছেন নীনা গুপ্তা! ২য় বিয়ের এক বছর,গর্ভবতী মাসাবা গর্ভাবস্থাতেই ‘ঢিসুম ঢিসুম’ দীপিকার, ছেলে না মেয়ে চাই? মনের ইচ্ছে জানালেন রণবীর ব্যবসায়ীকে খুনের চেষ্টা, বারে ভাঙচুর, বাকি ৮৭ হাজারের বিল! জেল হতে পারে পরীমনির? লখিমপুর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য ‘খ্যাঁকখ্যাঁক করে…’,শিমুলের নামে রচনার কাছে নালিশ ঠুকল শ্রীতমা, পালটা মানালি গবাদি পশুও সন্তান! অপহৃত মেয়ে ও গৃহপালিত প্রাণীদের ফিরে পেতে হাইকোর্টে মা ‘ধর্ম যার যার উৎসব সবার’ মমতার সুর লকেটের মুখে, ‘রাম BJP-র একার নয়’ বললেন রচনা জোরহাট লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য কাউন্সিলরের কন্যা নেহাকে কুপিয়ে খুন করল ফৈয়জ, সুতপা হত্যার ছায়া

Latest IPL News

কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা T20 WC-এর ১৫ জনের দলে হার্দিক থাকবেনই, তবে রিঙ্কুর জায়গা নিশ্চিত নয়- রিপোর্ট MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা? সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.