ভারত ও জিম্বাবোয়ের কাছে প্রথম দু'ম্যাচে হেরে পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি করে ফেলে শুরুতেই। মিরাকল কিছু না ঘটলে পাকিস্তানের পক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া মুশকিল। তবে নেদারল্যান্ডসকে হারিয়ে খাতায়-কলমে টুর্নামেন্টে ভেসে রয়েছেন বাবর আজমরা।
এই অবস্থায় বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে হারাতে না পারলে কোনও অঙ্কই কাজে লাগবে না পাকিস্তানের। ব্যাগ গুছিয়ে দেশে ফেরার তোড়জোড় করতে হবে তাদের। এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জোরালো ধাক্কা খেল পাকিস্তান শিবির। চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটসম্যান।
হাঁটুর চোট চাগাড় দেওয়ায় দক্ষিণ আফ্রিকা ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ফখর জামান, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। এমনকি বাকি টুর্নামেন্টেই তাঁর মাঠে নামা অনিশ্চিত।
চলতি বিশ্বকাপে শাহিন আফ্রিদির ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাড়াহুড়ো করে তাঁকে বিশ্বকাপে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে বলে শুরু হয়েছে গুঞ্জন। তবে ফখরের ক্ষেত্রে সেই অভিযোগে কার্যত সিলমোহর পড়ে যায়। এশিয়া কাপের সময়েই হাঁটুতে চোট পেয়েছিলেন ফখর। তিনি প্রাথমিকভাবে বিশ্বকাপের স্ট্যান্ড-বাই ক্রিকেটারদের তালিকায় ছিলেন। পরে চোট পাওয়া উসমান কাদিরের বদলে বিশ্বকাপের মূল স্কোয়াডে ঢুকে পড়েন ফখর। মাঠে নামেন মাত্র ১টি ম্যাচে। তাতেই তাঁর পুরনো চোট পুনরায় চাগাড় দিয়ে ওঠে।
পিসিবির চিফ মেডিক্যাল অফিসার ডাক্তার নাজিব সিডনিতে সাংবাদিকদের জানান যে, ফখরকে বিশ্বকাপ দলে ঢোকানোর ঝুঁকির দিকটা টিম ম্যানেজমেন্টের জানা ছিল। ফখর নিজেও সেটা জানতেন। আপাতত স্ক্যান রিপের্টে নতুন কোনও চোট ধরা পড়েনি বলে জানিয়েছেন নাজিব। আপাতত ১০০ শতাংশ ফিট নন বলেই তাঁকে টিম ম্যানেজমেন্ট মাঠে নামাতে চায় না।