নমিবিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতে, ক্রিকেট বিশ্বের মন জিতে নিলেন শাহিন আফ্রিদি, মহম্মদ হাফিজ ও হাসান আলিরা। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের ৩১তম ম্যাচে নমিবিয়াকে ৪৫ রানে হারিয়ে দেয় পাকিস্তান। এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে পাকিস্তান। মহম্মদ রিজওয়ান ৫০ বলে অপরাজিত ৭৯ রান করেন। বাবর আজম করেন ৪৯ বলে ৭০ রান। মহম্মদ হাফিজ মাত্র ১৬ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে নমিবিয়া। পাকিস্তামনের কাছে ৪৫ রানে পরাজিত হন স্পিফেন বার্ড, ডেভিড ওয়েসরা। তবে এদিন ম্যাচের পরে মন জিতে নেওয়ার একটা ভিডিয়ো পোস্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে দেখা যায় ম্যাচের পরে পাকিস্তানের ক্রিকেটাররা নমিবিয়ার সাজঘরে প্রবেশ করেন। এবং নমিবিয়ার সকল ক্রিকেটার, কর্তাদের সঙ্গে দেখা করেন ও শুভেচ্ছা বিনিময় করেন। পিসিবি নিজেদের অফিসিয়াল পেজে এই ভিডিয়ো পোস্ট করে, এবং ভিডিয়োর নিচে লেখে, ‘চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে নমিবিয়ার এই যাত্রার জন্য তাদের যাত্রায় অভিনন্দন জানাতে, নমিবিয়ার ড্রেসিংরুমে গিয়েছিল পাকিস্তান দল।’
শাহিন শাহ আফ্রিদি, মহৃম্মদ হাফিজ, হাসান আলি, ফখর জামান এবং শাদাব খানের মতো খেলোয়াড়রা নমিবিয়ার সাজঘরে গিয়েছিলেন। নমিবিয়া দলের কর্মকর্তারা এবং ক্রিকেটাররা তাদের আলিঙ্গন করেন। দীর্ঘক্ষণ তারা আলসোচনা করতে থাকেন। আসলে এদিনের ম্যাচে যদিও নমিবিয়া ৪৫ রানে হেরেছে, তবু তারা শেষ পর্যন্ত লড়াই দিয়েছে। পাকিস্তানকে তাদের উপরে চাপ তৈরি করতে দেয়নি নমিবিয়া। তবে এদিন পাকিস্তান দলের এমন ব্যবহার মন জিতেছে ক্রিকেট বিশ্বের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।