নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হারা মানেই, বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ভারত। সোমবার নামিবিয়ার বিরদ্ধে ম্যাচ খেলতে নামার আগে। এ দিন টসে জিতে আফগানিস্তান প্রথমে ব্যাট নেয়। কিন্তু শুরুতেই তারা ধাক্কা খায়। ৫.১ ওভারে ১৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে থাকে। চতুর্থ উইকেট পড়ে ৫৬ রানে। নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের দাপটে ভারত যখন কোণঠাসা, তখন ক্রিকেট পাকিস্তানের তরফে ভারতীয় সমর্থকদের বিদ্রুপ করে একটি টুইট করা হয়। সেই টুইটে লেখা হয়, ‘কেমন বোধ করছেন ভারতীয় সমর্থকেরা?’
এই খোঁচার যোগ্য জবাব দিয়েছেন ওয়াসিম জাফর। তিনি মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকাপের মঞ্চে ভারত ১২-১-কে এখনও এগিয়ে। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান প্রথম বার এই টুর্নামেন্টে অর্থাৎ ওডিআই এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে জয় পেয়েছে। তার আগে পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ১২ বার ভারতের মুখোমুখি হয়ে, ১২ বারই হেরেছে পাক ব্রিগেড। সেই কথা মনে করিয়ে দিয়ে বিদ্রুপ করেছেন ওয়াসিম জাফরও। পাল্টা টুইটে তিনি লিখেছেন, ‘১২-১টার মধ্যে হেভি লাঞ্চ করেছি। এখনও পর্যন্ত পেট ভরে রয়েছে।’
নাজিবুল্লাহ জর্ডনের ৪৮ বলে ৭৩ রান হাত ধরে আফগানিস্তানেরর স্কোর ১০০ পার করে যায়। নির্দিষ্ট ২০ ওভারে শেষ পর্যন্ত আফগানরা ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করে। মাত্র ১২৫ রানের লক্ষ্য দিয়ে নিউজিল্যান্ডকে কি আটকাতে পারবে আফগানিস্তান? সময়ই এর উত্তর দেবে।