ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে শেষ ওভারে মহম্মদ নওয়াজকে বল করতে পাঠিয়েছিল পাকিস্তান। তবে ১৫ রান হাতে থাকা সত্ত্বেও তিনি ম্যাচ জেতাতে পারেননি। শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৬ রান। নওয়াজের ওভারে যা সংগ্রহ করে নেয় টিম ইন্ডিয়া। ম্যাচের শেষে সাজঘরে ক্যাপ্টেন বাবর আজম লম্বা-চওড়া ভাষণ দিয়েছিলেন। নওয়াজকে উদ্দেশ্য করে পাক দলনায়ককে বলতে শোনা গিয়েছিল যে, ‘চাপ নিস না, তুই আমার ম্যাচ উইনার। তোর উপর আমার আস্থা বজায় থাকবে।’
প্রাথমিকভাবে নওয়াজকে উদ্দীপ্ত করার যে চেষ্টা করেন বাবর, তা প্রশংসিত হয় ক্রিকেটমহলে। তবে সাজঘরের সেই সব কথা যে নিছক মনভোলানো, সেটাই বোঝা যায় বাকি টুর্নামেন্টে। বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের হারের পরে মহম্মদ আমির সেদিকেই দৃষ্টি আকর্ষণ করলেন ক্রিকেটপ্রেমীদের। তাঁর দাবি, আদৌ নওয়াজের উপরে ভরসা নেই ক্যাপ্টেনের। সেকারণেই তাঁকে সারা বিশ্বকাপে যথাযথ ব্যবহার করেনি পাকিস্তান।
24 News HD-র আলোচনায় আমির বলেন, ‘সারা টুর্নামেন্টে আমাদের বোলাররা সব থেকে ভালো বল করেছে। কোনও দল আমাদের হাত খুলে মারতে পারেনি। কৃতিত্ব প্রাপ্য আমাদের বোলারদের। তবে নওয়াজের বিষয়টা আমার মাথায় ঢোকেনি। প্রথম ম্যাচের পরে ড্রেসিংরুমে ভিডিয়ো তৈরি হয়েছিল যে, ’চিন্তা করিস না, তুই আমার ম্যাচ উইনার।' তার পরে সারা টুর্নামেন্ট নওয়াজ ব্যাটসম্যান হিসেবে খেলেছে নাকি বোলার হিসেবে, সেটাই বোঝা যায়নি।'
বাবরের সমালোচনা করে আমির আরও বলেন, 'নিজের খেলোয়াড়দের উপরেই হয়ত তোমার আস্থা নেই। সাজঘরে শুধু কথার কথা বলেছিলে। যখন তুমি আস্থা রাখার কথা বলছ, তখন তাদের উপর বিশ্বাস দেখাও। নওয়াজ পিএসএলে প্রথম ওভার বল করে। ওর উপর একটু অন্তত আস্থা রাখা উচিত। নওয়াজ এমন কিছু ম্যাচ জিতিয়েছে, যেটা ভাবাও যায় না। আজ (ফাইনালে) ও সেটা করে দেখাতে পারত। যে পিচে বল সিম করে, সেখানে স্পিনাররা বেশি ভয়ঙ্কর হয়। তাই নওয়াজকে কেন বল করানো হল না, আমার বোধগম্য হয়নি।'
আরও পড়ুন:- Vijay Hazare Trophy: ফের হাফ-সেঞ্চুরি বিরাটের, ব্যাট হাতে টানা দু'ম্যাচে জেতালেন দলকে
শেষে আমির যোগ করেন, 'হ্যারি ব্রুক শাদবকে খেলতে পারছিল না। সেখানে নওয়াজের হাতেও দারুণ সব অস্ত্র রয়েছে। ওকে বল করালে উইকেট পেতেও পারত। ক্যাপ্টেনকে সাহসী হতে হয়। পরিস্থিতিকে যথাযথ উপলব্ধি করতে হয়। তুমি সাহসী সিদ্ধান্ত নিতে পারনি। ম্যাচ হারলে এই বিষয়গুলি বেশি করে চোখে পড়ে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।