বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 WC-এর টিম ঘোষণার আগেই পাকিস্তান দলের জন্য সুখবর, ফিট হয়ে গেলেন তারকা পেসার- ভিডিয়ো

T20 WC-এর টিম ঘোষণার আগেই পাকিস্তান দলের জন্য সুখবর, ফিট হয়ে গেলেন তারকা পেসার- ভিডিয়ো

শাহিন আফ্রিদির চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরার লড়াই।

১৬ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। তবে ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান দল। এমন পরিস্থিতিতে শাহিন আফ্রিদির হাতে এখনও প্রায় ৪০ দিনের সময়।

অস্ট্রেলিয়ায় আগামী মাসে শুরু হতে চলা পুরুষদের ২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে, পাকিস্তান ক্রিকেট দলের জন্য দুর্দান্ত খবর জানা গিয়েছে। ২০২২ সালের এশিয়া কাপে পাকিস্তান যে তারকা বোলারকে মিস করেছিল, তিনি খুব শীঘ্রই দলে ফিরতে চলেছেন। কারণ ফিট হয়ে উঠেছেন পাকিস্তান দলের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। তবে তাঁর পুরো ফিট হতে এখনও সময় লাগবে।

আরও পড়ুন: এশিয়া কাপে ফ্লপ, তবে পাকিস্তানের পদার্থবিদ্যার পরীক্ষার প্রশ্নে বাবরের ড্রাইভ

আসলে, হাঁটুর চোটের কারণে ২০২২ এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া বাঁ-হাতি ফাস্ট বোলার শাহিন আফ্রিদি সুস্থ হয়ে অনুশীলন শুরু করেছেন। একজন প্রশিক্ষকের সাহায্যে তাঁকে ওয়েট লিফটিং করতে দেখা গিয়েছে। আসলে শাহিন নিজেই তাঁর একটি জিম করার ভিডিয়ো শেয়ার করেছেন। তাঁকে নানা শারীরিক কসরত করতে দেখা গিয়েছে। তবে তিনি কবে বোলিং শুরু করতে পারবেন, সেটাই দেখার বিষয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান দলের জন্য এটা অবশ্যই কোনও বড় খবরের চেয়ে কম নয়। শাহিন জিমে ট্রেনিংয়ের যে ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট করেছেন, তাতে তিনি শুধু লিখেছেন, ‘প্রায় খেলার মতো অবস্থায়।’

শাহিনের এই পোস্ট ঘিরেই আশার আলো দেখছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিনের খেলার ব্যাপারে পিসিবির তরফে সরকারি ভাবে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। পাক বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার ফয়সাল হাসনাইন বলেছেন, ‘শাহিনের চোটের পরিস্থিতি নিয়ে পিসিবির মেডিক্যাল টিম প্রতিদিন রিপোর্ট পাচ্ছে। ওর হাঁটুর অনেক উন্নতি হয়েছে। আমরা আশা করছি, আগামী ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শাহিন খেলতে পারবে।’

আরও পড়ুন: পাকিস্তানের রহস্যময়ী কন্যা কে? Asia Cup Final-এ আকর্ষণের কেন্দ্রে ছিলেন- ভিডিয়ো

১৬ অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা, তবে ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান দল। এমন পরিস্থিতিতে শাহিন আফ্রিদির হাতে এখন প্রায় ৪০ দিনের সময়। মনে করা হচ্ছে, আগামী এক-দুই সপ্তাহের মধ্যে শাহিন আফ্রিদিকে বোলিং করতে দেখা যেতে পারে। ভারতীয় দলের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ এবং হার্ষাল প্যাটেলও ফিট হয়ে দলে ফিরেছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন