কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দল প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে টি২০ বিশ্বকাপ ২০২২ থেকে ছিটকে গেছে। টস জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ১৫২ রান করেছিল,এই স্কোর ডিফেন্ড করে,কিউয়ি দলের কাছে প্রথম ওভারেই ম্যাচ ধরে রাখার ভালো সুযোগ ছিল,কিন্তু সেই ভুলের কারণে তাদের জয়ের নৌকা ডুবে যায় এবং পাকিস্তান সেখান থেকেই যেন শুরু করে। প্রথম বলেই উইকেটরক্ষক ডেভন কনওয়ে ফেলে দেন বাবর আজমের ক্যাচ। সেই ক্যাচ ড্রপ করে এই ভুলটি করে বসে নিউজিল্যান্ড।
এই ম্যাচের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের জুটিকে তেমন কার্যকর দেখা যায়নি। শুরুতেই জুটি ভেঙে পাকিস্তানকে চাপে ফেলার সুযোগ ছিল নিউজিল্যান্ডের। ট্রেন্ট বোল্ড তার প্রথম বলেই বাবর আজমকে ফাঁদে ফেলে দিয়েছিলেন। কিন্তু নিউজিল্যান্ড উইকেটরক্ষক ডেভন কনওয়ে বল বিচার করতে পারেননি এবং তার হাত থেকে ক্যাচটি পড়ে যায়।
আরও পড়ুন… মনে হচ্ছিল ঘরের মাঠে খেলছি-সিডনিতে পাক সমর্থকদের দেখে মুগ্ধ বাবর আজম
এই ক্যাচ মিস হওয়ার পর নিউজিল্যান্ডকে সুযোগ দেননি বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। দুই ব্যাটসম্যানই প্রথম উইকেটে সেঞ্চুরি জুটিতে ১০৫ রান যোগ করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি রিজওয়ান ও বাবরের তৃতীয় সেঞ্চুরি জুটি এবং এমন কীর্তি অর্জন করা প্রথম জুটি। এ সময় বাবর ৫৩ ও রিজওয়ান ৫৭ রান করেন। দুর্দান্ত ইনিংসের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান রিজওয়ান।
আরও পড়ুন… ভিডিয়ো: শাদাব খানের ডাইরেক্ট থ্রোতে আউট ডেভন কনওয়ে! এটাই কি ঘুরিয়েছে ম্যাচের ছবি?
এদিনের ম্যাচের কথা বললে, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ের মাধ্যমে,পাকিস্তানের দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে পৌঁছে গিয়েছে।যেখানে তারা রবিবার ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর মুখোমুখি হবে। বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেটে ১৫২ রান করেছিল নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের হয়ে ড্যারিল মিচেল ৩৫ বলে অপরাজিত ৫৩ রান এবং অধিনায়ক কেন উইলিয়ামসন ৪২ বলে ৪৬ রান করে স্কোরকে ১৫০ টপকে ছিলেন। জবাবে বাবর আজম ও মহম্মদ রিজওয়ান প্রথম উইকেটে ৭৫ বলে ১০৫ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। বাবর আজম ৫৩ ও মহম্মদ রিজওয়ান ৫৭ রান করেন। পাকিস্তান ৫বল বাকি থাকতে ৩উইকেট হারিয়ে নিজেদের ১৫৩ রানেরলক্ষ্য পূরণ করে ম্যাচ জিতে নেয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।