বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > পাকিস্তানের আশা ভারতের হাতে! সেমির দরজা খুলতে রোহিতদের দিকে তাকিয়ে বাবর আজম

পাকিস্তানের আশা ভারতের হাতে! সেমির দরজা খুলতে রোহিতদের দিকে তাকিয়ে বাবর আজম

রোহিত শর্মা ও বাবর আজম

ভারতের উপর পাকিস্তানের নির্ভরশীল হওয়ার কারণ হল টিম ইন্ডিয়াকে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে পরের তিনটি ম্যাচের মধ্যে মাত্র দুটি খেলতে হবে। টিম ইন্ডিয়া যদি এই দুটি ম্যাচেই জিততে পারে, তবে ভারত শুধু সেমিফাইনালেই যাবে না, পাকিস্তানের পথও কিছুটা খুলে দেবে।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন ভারতের উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে পাকিস্তান? বাবর আজমকে রোহিত শর্মার কাছে বিশেষ অনুরোধ করতেই হবে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অবস্থা গত বছরের ভারতের মতোই হয়েছে। ২০২১ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারার পর, টিম ইন্ডিয়াকে সমস্ত ম্যাচ জিততে হয়েছিল এবং সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য অন্যান্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হয়েছিল। 

এই মুহূর্তে একই অবস্থা হয়েছে পাকিস্তানের। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়েছিল, দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ে তাদের ১ রানে পরাজিত করেছিল। এই দুটি পরাজয়ের পরে, পাকিস্তান ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে, এখন পাকিস্তানের শেষ ভরসা ভারতই।

আরও পড়ুন… Chappell praises Kohli: T20 ক্রিকেটকে জাতে তুলল বিরাট, MCG-র ইনিংস ভগবত গীতা! কোহলির প্রশংসায় সৌরভ বিরোধী গ্রেগ চ্যাপেল

হ্যাঁ, এ বছর পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে তাদের বাকি তিনটি ম্যাচ জিততে হবে এবং প্রার্থনা করতে হবে যেন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে অন্তত দুটি ম্যাচ হারে। পাকিস্তানের পরের তিনটি ম্যাচ জিতলে ৬ পয়েন্ট নিয়ে সুপার-12 পর্ব শেষ করবে, আর যদি দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ে তাদের পরের দুটি ম্যাচ হেরে যায়, তাহলে তারা ৫ পয়েন্টে পৌঁছতে সক্ষম হবে। এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান।

পাকিস্তান ভারতের উপর নির্ভরশীল হওয়ার কারণ হল টিম ইন্ডিয়াকে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে পরের তিনটি ম্যাচের মধ্যে মাত্র দুটি খেলতে হবে। টিম ইন্ডিয়া যদি এই দুটি ম্যাচেই জিততে পারে, তবে ভারত শুধু সেমিফাইনালেই যাবে না, পাকিস্তানের পথও কিছুটা খুলে দেবে। এরপর পাকিস্তান প্রার্থনা করবে এই দুই দলই যেন নিজেদের আরও একটি করে ম্যাচ হারে। তবে এর জন্য পাকিস্তানকে প্রথমে তাদের বাকি তিনটি ম্যাচ জিততে হবে। আমরা আপনাকে বলে রাখি, পাকিস্তানকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও এই তিনটি ম্যাচের একটি খেলতে হবে।

আরও পড়ুন… T20 World Cup: 'চাপে পড়লে বোঝা যায়', বিরাট কোহলিকে নিয়ে বড় মন্তব্য BCCI সভাপতি রজার বিনির

দক্ষিণ আফ্রিকার সূচির কথা বললে, এই দলটিকে নিজেদের বাকি তিনটে ম্যাচ খেলতে হবে ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তেম্বা বাভুমার দল যেকোন দুটি ম্যাচ জিতলে সেমিফাইনালে যেতে পারে। জিম্বাবোয়ের কথা বললে, ভারত ছাড়াও তাদের আরও দুটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

পাকিস্তান যদি পরের তিন ম্যাচ জিততে চায় তাহলে তাদের বিব্রতকর রেকর্ডের উন্নতি করতে হবে। আসলে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের রেকর্ড খুবই খারাপ। অস্ট্রেলিয়ায়, পাকিস্তান মোট ৬ টি টি-টোয়েন্টি খেলেছে যার মধ্যে তারা ৫টিতে হেরেছে, যখন ১ ম্যাচে ফল হয়নি। এমন পরিস্থিতিতে এখানে জয়ের হ্যাটট্রিক করতে পাকিস্তানকে খেলতে হবে ভিন্ন মাত্রার ক্রিকেট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন