চাপের মুখেই কোহলির মতো ক্রিকেটারের ব্যাট থেকে সেরাটা বেরিয়ে আসে। পাকিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলে ভারতকে ম্যাচ জেতানোর পরে বিরাটের ভূয়সী প্রশংসা করলেন নতুন বিসিসিআই সভাপতি রজার বিনি।
শুক্রবার কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে বিনি জানান, কোহলির নতুন করে নিজেকে প্রমাণ করার কিছু নেই। তিনিও এও দাবি করেন যে, মেলবোর্নের ভারত-পাকিস্তান ম্যাচ যে রকম চূড়ান্ত নাটকীয় রূপ নেয়, ক্রিকেটপ্রেমীরা সেরকমই ম্যাচই দেখতে চান।
বিনি বলেন, ‘মনে হচ্ছিল বুঝি স্বপ্ন দেখছি। বিরাট কোহলি যেভাবে বল মারছিল, বুঝে ওঠাই মুশকিল। এটা অসাধারণ জয়। এরকম ম্যাচ খুব বেশি দেখা যায়নি, যেখানে বেশিরভাগ সময়ে পাকিস্তান ছড়ি ঘোরায়, তার পর হঠাৎই ম্যাচ ভারতের অনুকূলে ঢলে পড়ে। ক্রিকেটের জন্য দারুণ বিষয় এবং ক্রিকেটপ্রেমীরা এধরণে ম্যাচই দেখতে চায়।’
পরক্ষণে বিনি যোগ করেন, ‘কোহলির নিজেকে প্রমাণ করার কিছু নেই। ও একজন ক্লাস প্লেয়ার এবং ওর মতো প্লেয়াররা চাপের মুখেই পরিণত হয়। চাপের পরিস্থিতিতেই ওদের ব্যাট থেকে সেরাটা বেরিয়ে আসে।’
উল্লেখ্য, চলতি টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। তিনি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনিই। পরে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৬২ রান করে নট-আউট থাকেন কোহলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।