বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > ৪,৪,৪,৬,৪,১: প্রথম ওভারেই বিশ্বরেকর্ড ডি'ককের, চালাকি করে ম্যাচ ভেস্তে দিয়ে পয়েন্ট কাড়ল জিম্বাবোয়ে

৪,৪,৪,৬,৪,১: প্রথম ওভারেই বিশ্বরেকর্ড ডি'ককের, চালাকি করে ম্যাচ ভেস্তে দিয়ে পয়েন্ট কাড়ল জিম্বাবোয়ে

ব্যর্থ হয় কুইন্টনের লড়াই। ছবি- এএফপি (AFP)

South Africa vs Zimbabwe T20 World Cup 2022: জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে যেতে হয় দক্ষিণ আফ্রিকাকে। ব্যর্থ হয় কুইন্টন ডি'ককের দুর্দান্ত লড়াই।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মনোরঞ্জনের অভাব ছিল না এতটুকু। নাটকীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় দক্ষিণ আফ্রিকা। তবে দুর্ভাগ্য তাড়া করে প্রোটিয়াদের। ফলে নিশ্চিত জয় হাতছাড়া হয় তাদের। কিছুটা পরিকল্পনামাফিকই পরাজয় এড়িয়ে সুপার টুয়েলভের প্রথম ম্যাচ থেকে পয়েন্ট কুড়িয়ে নেয় জিম্বাবোয়ে।

হবার্টে বৃষ্টির জন্য দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের অনেক দেরিতে। প্রাথমিকভাবে ৯ ওভার প্রতি ইনিংসের ম্যাচ খেলা হবে বলে জানানো হয়। জিম্বাবোয়ে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে। তারা ৯ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৭৯ রান সংগ্রহ করে।

১৮ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন ওয়েসলি মাধেভেরে। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া মিল্টন শুমবা ২০ বলে ১৮ রান করেন। এনগিদি ২টি এবং পার্নেল ও নরকিয়া ১টি করে উইকেট সংগ্রহ করেন।

আরও পড়ুন:- IND vs PAK: রুদ্ধশ্বাস জয়েও থেকে গেল দুশ্চিন্তা, বিশ্বকাপে সফল হতে এই ৫টি ভুল শুধরে নিতে হবে ভারতকে

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ওভারেই ২৩ রান সংগ্রহ করে নেয়। চাতারার ওভারের প্রথম ৫টি বলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন ডি'কক। শেষ বলে ১ রান নেন তিনি। সেই সুবাদে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েন কুইন্টন ডি'কক। কোনও আন্তর্জাতিক টি-২০ ইনিংসের প্রথম ওভারে এটিই সব থেকে বেশি রানের রেকর্ড। আগের নজির ছিল ডেভিড ওয়ার্নারের। তিনি ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংসের প্রথম ওভারে ২২ রান সংগ্রহ করেছিলেন।

যদিও ১.১ ওভারের খেলা সম্পন্ন হওয়ার পরে বৃষ্টিতে ম্যাচ থমকায়। পুনরায় ম্যাচ শুরু হলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৭ ওভারে ৬৩ রানের। রিচার্ডের দ্বিতীয় ওভারে ডি'কক চারটি চার মারেন। ২ ওভারে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে নেয় ৪০ রান।

আরও পড়ুন:- IND vs PAK: ‘এশিয়া কাপেও কিন্তু আমরা পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিলাম’, রোহিতদের উচ্ছ্বাসে ভাসতে মানা করলেন সৌরভ

তবে এর পরেই জিম্বাবোয়ের ক্রিকেটাররা অযথা সময় নষ্ট করতে শুরু করেন। হালকা বৃষ্টি চলছিল। তাই জিম্বাবোয়ে বুঝে যায় যে, পুনরায় বৃষ্টির জন্য ম্যাচ থমকালে খেলা বাতিল হতে বাধ্য। শেষমেশ সেটাই হয়। ৩ ওভারে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ৫১ রান তোলার পরে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায় এবং শেষমেশ ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হয়। দক্ষিণ আফ্রিকা জয় থেকে মাত্র ১৩ রান দূরে দাঁড়িয়ে যায়। ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয় উভয় দলকে।

ডি'কক ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৪৭ রান করে নট-আউট থাকেন। বাভুমা ২ বলে ২ রান করেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মালব্য রাজযোগে তুলা-সহ ৫ রাশির জীবন হবে সুন্দর, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল মমতার স্ট্র্যাটেজিতেই ট্রাম্পের হয়ে প্রচার মাস্কের! আমেরিকায় কাজে দেবে সেই কৌশল? ‘যা ইচ্ছে বলো,আম্পায়ারকে বুঝে নেব’! বিশ্বকাপ ফাইনালে স্লেজিংয়ের গল্প রোহিত গলায়… দশভূজার হাতে ১০ অস্ত্র, কোন অস্ত্র কে কেন দিয়েছিলেন মাকে? কী বলছে শাস্ত্র? অষ্টধাতু ব্যবহার করে প্রতিমা নির্মাণ ব্যারাকপুরে, তাক লাগালেন হাবড়ার শিল্পী সরকার নিরাপত্তার আশ্বাস দিলেও বাংলাদেশে অনেক পুজো বাতিল, ভয়ে উদ্যোক্তারা মীন রাশির সাপ্তাহিক রাশিফল, ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর কেমন কাটবে কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল, ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর কেমন কাটবে মকর রাশির সাপ্তাহিক রাশিফল, ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর কেমন কাটবে শাংহাই মাস্টার্সে জকোভিচকে সতর্ক করল আম্পায়ার! মাথা গরম করে ক্ষোভ দেখালেন জোকার…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.