২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, পাকিস্তানকে হারিয়ে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছিল ভারত। সুপার-১২-তে পাঁচ ম্যাচ খেলে ভারত হেরেছে মাত্র একটি ম্যাচে। কিন্তু সেমিফাইনালে পৌঁছানোর পর, ভারত যেন ইংল্যান্ডের কাছে আত্মসমর্পণ করেছে। অন্যদিকে, বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল সুপার-12-এ খারাপ শুরুর পরে একটা সময় গ্রুপ লিগ থেকেই ছিটকে যাচ্ছেল, সেখান থেকে শক্তিশালী প্রত্যাবর্তন করেছে এবং ফাইনালে যাত্রা করেছে বাবর আজমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় টিম ইন্ডিয়া ও বোর্ডকে উপহাস করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা।
আরও পড়ুন… ICC T20 WC 2022-এর পরে দেশে ফিরবেন ভারতের ৭ খেলোয়াড়, বাকিরা যাবেন নিউজিল্যান্ডে
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের পরাজয়কে উপহাস করে পিসিবি প্রধান রামিজ রাজা বলেছেন, পাকিস্তানের খেলোয়াড়রা বিলিয়ন ডলারের লিগ ক্রিকেটারদের চেয়ে ভালো। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাকিস্তান দল। সুপার-১২-এ প্রথম দুটি ম্যাচ হেরে পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে ছিল, কিন্তু নেদারল্যান্ডস আফ্রিকাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার পরে এবং তারপরে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। যেখানে নিউজিল্যান্ডকে হারিয়েছে দলটি ফাইনালে পৌঁছে গিয়েছে।
আরও পড়ুন… India vs England- T20 WC-এর নকআউটের ইতিহাসে এত দ্রুত রান করেনি কোনও দল
রামিজ রাজা আরও বলেন, ‘আমরা নিজেদের উপর এভাবে এমনি এমনি সন্দেহ করতাম, দেখুন বিশ্ব ক্রিকেট কত পিছিয়ে গিয়েছে এবং পাকিস্তানের ক্রিকেট কত এগিয়ে গিয়েছে। আপনি দেখুন সেই বিষয়টা আপনারা এবারের বিশ্বকাপেই দেখতে পাবেন। দেখুন বিলিয়ন ডলারের ইন্ড্রাসটির দল পিছিয়ে গিয়েছে এবং আমরা কতটা উপরে উঠে গিয়েছি। তাহলে অনেক কিছুই তো আমরা ঠিক করছি তাই তো। তাহলে সেই বিষয় গুলোকে আপনারা উপভোগ করুন এবং সম্মান জানান। এই দলের মধ্যে থেকে গত মাসে তিন জন আইসিসি-র সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিল তাই না। তাহলে অনেক কিছুই ঠিক করছি তাই না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।