সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ভারত বনাম পাকিস্তান ম্যাচে পাক অধিনায়ককে গুরুত্বপূর্ণ টোটকা দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা। এর ফলেই শুরুতেই রোহিত শর্মার উইকেট তুলে নিতে সফল হয় পাকিস্তান। এমন কথা প্রকাশ করলেন রামিজ রাজা নিজেই। ICC T20 বিশ্বকাপ ২০২১ শেষ হয়েছে গত মাসে। ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু এই টুর্নামেন্টে পাকিস্তান দল অসাধারণ খেলা দেখিয়েছে। তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট জয়ের স্বপ্ন ভেঙ্গে যায় তাদের। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও, এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ইতিহাস গড়ে ছিল পাকিস্তান।
বাবর আজমের অধিনায়কত্বে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথমবার জয় পেয়েছিল পাকিস্তান। এই ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তটি টিম ইন্ডিয়াকে প্রাথমিক ধাক্কা দিয়েছিল, যেখানে রোহিত শর্মা এবং কেএল রাহুলের উইকেট ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোহিত শর্মাকে কীভাবে তাড়াতাড়ি আউট করা যায় তা নাকি বাবর আজমকে জানিয়েছিলেন রামিজ রাজা। সম্প্রতি এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। রামিজ রাজা জানিয়েছেন, তিনি অধিনায়ক বাবর আজমকে বলেছিলেন কীভাবে টিম ইন্ডিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান রোহিত শর্মাকে আউট করতে হয়। বিবিসির একটি পডকাস্টে তিনি বলেন, 'বিশ্বকাপে যাওয়ার আগে বাবর আজমের সঙ্গে আমার দেখা হয়েছিল এবং আমি তাকে জিজ্ঞেস করেছিলাম টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কী পরিকল্পনা আছে?’
রামিজ রাজার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাবর আজম বলেছিলেন, ‘আমার কিছু কৌশল আছে পাশাপাশি ক্রিকভিজের কিছু বিশ্লেষকও কাজে আসবে। রামিজ রাজা তাকে বলেন, ‘আমি বুঝতে পারি, তবে ভারতেরও এমন কৌশল থাকবে, যাতে তারা আপনার বিরুদ্ধে পরিকল্পনা করবে। তারপর আমি তাকে রোহিত শর্মার উইকেট নেওয়ার পরিকল্পনার কথা বলেছিলাম এবং বলেছিলাম, ‘আমি তোমাকে বলব কীভাবে রোহিত শর্মাকে তাড়াতাড়ি আউট করা যায়। শাহিন আফ্রিদি বোলিং করছেন দেড়শোর উপরে। তার জন্য শর্ট লেগ যান এবং একটি রানও নেবেন না। শুধু ১০০ মাইল বেগে ইনসুইং ইয়র্কার বোলিং কর এবং তাকে সিঙ্গেল না দিয়ে স্ট্রাইকে রাখো। এভাবে তুমি তাকে আউট করবে।’