বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > Ex India Army officer's reply to Pak PM:ভারতকে খোঁচা পাক প্রধানমন্ত্রীর, ১৯৭১-র আত্মসমর্পণ মনে করালেন প্রাক্তন সেনাকর্তা

Ex India Army officer's reply to Pak PM:ভারতকে খোঁচা পাক প্রধানমন্ত্রীর, ১৯৭১-র আত্মসমর্পণ মনে করালেন প্রাক্তন সেনাকর্তা

১৯৭১ সালের যুদ্ধে ভারতের সামনে আত্মসমর্পণ পাকিস্তানের (ফাইল ছবি, সৌজন্যে ভারতীয় সেনা), পাকিস্তানি প্রধানমন্ত্রী। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

Former India Army officer's reply to Pakistan PM: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী খোঁচা দিয়েছিলেন। এবার ১৯৭১ সালের যুদ্ধে ভারতের সামনে যে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান, সেই কথা মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন সেনাকর্তা।

ভারতকে খোঁচা দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান হারতে তাঁকে পালটা খোঁচা দিলেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) তথা চিনার কোরের প্রাক্তন কমান্ডার কেজেএস ধিঁলো।

আরও পড়ুন: টার্গেট করেছিল পাকিস্তানিরা, দিনহাটায় আশ্রয় নিয়ে প্রাণে বেঁচেছিলেন মুক্তিযোদ্ধা

গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত হেরে যাওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইট করেছিলেন, ‘তাহলে এই রবিবার ১৫২/০ বনাম ১৭০/০ (দলের ফাইনাল) হবে।’ ওই টুইটে পাকিস্তান এবং ইংল্যান্ডের জাতীয় পতাকার ইমোজির ব্যবহার করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেই টুইটের পালটা হিসেবে আজ লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) ধিঁলো টুইট করেন, '৯৩,০০০/০ - এখনও অপরাজিত আছে। জয় হিন্দ।'

'৯৩,০০০/০' হিসেবে ঠিক কী বলতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) ধিঁলো। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, ১৯৭১ সালের যুদ্ধে ভারতের সামনে যে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান, সেই কথা মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন সেনাকর্তা। ইতিহাস বলছে, ১৯৭১ সালে বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) মুক্তিযুদ্ধে ভারত সাহায্য করেছিল। ভারতের সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছিল পাকিস্তান (তৎকালীন পশ্চিম পাকিস্তান)। ৯৩,০০০ পাকিস্তানি ফৌজি আত্মসমর্পণ করেছিলেন।

আরও পড়ুন: গুঁড়িয়ে দিয়েছিল পাক ট্যাঙ্ক, গুলি করে নামানো হয়েছিল যুদ্ধবিমান, ১৯৭১-র যুদ্ধের আগে লড়াইয়ের ৫০ বর্ষ উদযাপন ভারতের

উল্লেখ্য, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে আগেই ফাইনালে উঠে যায় পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে যায় ভারত। সেই ম্যাচে বিনা উইকেটে ১৭০ রান তুলে জিতে গিয়েছিল ইংল্যান্ড। একইভাবে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার ১২’ পর্যায়ের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে গিয়েছিল ভারত। সেই ম্যাচে বিনা উইকেটে ১৫২ রান তুলেছিল পাকিস্তান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন