শুভব্রত মুখার্জি: ২০২২ সালটা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ একটা বছর বললেও মনে হয় ভুল বলা হবে না। পরপর দুই বছর করোনার যে প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটে পড়েছিল তা অনেকটাই কাটিয়ে উঠে একেবারে স্বমহিমায় ফিরেছে ক্রিকেট। স্বমহিমায় ফিরেছেন ক্রিকেটাররাও। ২০২২ সালেই প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০'তে পরপর দুই ইনিংসে শতরানের নজির গড়েছিলেন ফ্রান্সের ক্রিকেটার গুস্তাভ ম্যাকনিয়ন। এবার চলতি টি-২০ বিশ্বকাপে সেই নজির স্পর্শ করলেন রিলি রসউ। পরপর দুটি ইনিংসে তিনি আন্তর্জাতিক টি-২০ তে শতরানের নজির গড়লেন।
প্রসঙ্গত আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন রিলি রসউ। এদিন সিডনিতে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেন তিনি। এর আগে ভারত সফরে ভারতের বিরুদ্ধে ইন্দোরে তৃতীয় টি-২০ তেও শতরান করেছিলেন তিনি। সেদিন ৪৮ বলে শতরান করেছিলেন তিনি। উল্লেখ্য এরপর দক্ষিণ আফ্রিকা দল চলতি বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলে জিম্বাবোয়ে দলের বিরুদ্ধে। সেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়। তবে সেই ম্যাচে ব্যাট করার সুযোগ আসেনি রিলি রসউয়ের সামনে। এদিন সেই সুযোগ পেয়েই কামার করে দেখালেন তিনি। ৫৬ বলে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেললেন তিনি।
উল্লেখ্য এর আগে এই নজির গড়েছিলেন ফ্রান্সের গুস্তাভ ম্যাকনিয়ন। ১৮ বছর বয়সি এই ক্রিকেটার প্রথমে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৬১ বলে করেছিলেন ১০৯ রান। তারপর ৫৩ বলে ১০১ রানের ইনিংস খেলেন নরওয়ের বিরুদ্ধে। টি-২০ বিশ্বকাপের ইউরোপা কোয়ালিফায়ারের ম্যাচে এই নজির গড়েছিলেন গুস্তাভ ম্যাকনিয়ন। আজ সিডনিতে সেই নজির স্পর্শ করলেন রিলি রসউ। এদিন রিলি রসউ (১০৯) এবং কুইন্টন ডি'ককের (৬৩) ব্যাটিং ঝড়ে কার্যত উড়ে গেল বিপক্ষ বাংলাদেশ দল। ১০৪ রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছে প্রোটিয়া বাহিনী। বল হাতে আগুন ঝরিয়েছেন এনরিক নরখিয়া। তিনি মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট।