রোহিত শর্মার ভুলের কারণে রক্ষা পেলেন না কেএল রাহুল। হ্যা রোহিত যদি কেএল রাহুলের পাশে দাঁড়াতেন তাহলে হয়তো নেদারল্যান্ডস ম্যাচে ৯ রান করে লোকেশ রাহুলকে আউট হতে হত না। যদি নিজের আউটের আগে রোহিত শর্মা রিভিউ নিতেন, তাহলে ম্যাচের অবস্থা অন্যরকম হতেই পারত। আসলে ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের মধ্যে খেলায় লোকেশ রাহুল ১২ বলে ৯ রান করে আউট হন।
আরও পড়ুন… পাকিস্তান ম্যাচে কোহলির 'অতিমানবিক' ইনিংস, তামিল ছবির প্রসঙ্গ টেনে কী বললেন অশ্বিন?
কেএল রাহুল আউট হওয়ার সময় টিম ইন্ডিয়ার স্কোর ছিল ২.৪ ওভারে ১১ রান। রাহুলকে এলবিডব্লিউ আউট করেন পল ভ্যান মিকারেন। অনফিল্ড আম্পায়ার রাহুলকে আউট দেন, এরপর তিনি ননস্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা অধিনায়ক রোহিত শর্মাকে নিজের আউট সম্পর্কে জিজ্ঞেস করেন। রাহুল নিজের আউট সম্পর্কে নিশ্চিত হতে ননস্ট্রাইকে দাঁড়িয়ে থাকা দলের অধিনায়ক রোহিত শর্মার কাছে যান এবং কিছু প্রশ্ন করেন। হয়তো কেএল রাহুল আউট হয়েছেন কি না সেটাই জানতে চেয়েছিলেন। তবে এই প্রসঙ্গে রোহিত তাঁকে রিভিউ না নেওয়ার পরামর্শ দেন।
আরও পড়ুন… এবার থেকে একই ম্যাচ ফি পাবেন হরমন-রোহিতরা, আয় বৈষম্য মুছে ফেলল BCCI
রোহিতের পরামর্শে রিভিউ না নিয়ে মাঠ থেকে ফিরে আসেন রাহুল। পরবর্তী সময়ে রিপ্লেতে দেখা যায় যে এটা আউট ছিল না। কারণ রিপ্লেতে স্পষ্ট হয়ে যায় যে বলটি স্টাম্পে লাগছিল না। এভাবে ১১ রানে প্রথম উইকেট হারায় ভারত। রাহুল যখন ড্রেসিংরুম থেকে এই রিভিউ দেখেছেন, তখন নিশ্চয়ই আঘাত পেয়েছিলেন। তবে সেই সময়ে রোহিত যদি রাহুলকে রিভিউ নিতে বলতেন তখন খেলার ছবিটা অন্যরকম হতেই পারত।
একই সঙ্গে রাহুলের উইকেটের পর রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে ভালো জুটি গড়ে উঠেছিল। কিন্তু ৩৯ বলে ৫৩ রান করে আউট হন রোহিত। এরপরে সূর্যকুমার যাদব ও বিরাট কোহলি ইনিংসকে এগিয়ে নিয়ে যান। এদিকে পাকিস্তান ম্যাচের পরে ফের ব্যর্থ হলেন কেএল রাহুল। পাকিস্তান ম্যাচে মাত্র চার রান করে আউট হয়েছিলেন রাহুল। পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হয়ে এই ম্যাচেও মাত্র ৯ রান করে সাজঘরে ফিরলেন তিনি। তবে এদিন ব্যাট হাতে ফর্মে দেখা গেল রোহিত শর্মাকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।