যুবরাজ সিংয়ের সঙ্গে রোহিত শর্মার সম্পর্ক বরাবরই খুনসুটির। টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর নিরিখে সেই যুবরাজকে টপকে গিয়ে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক বললেন, 'ও এটা নিয়ে (যুবির রেকর্ড ভেঙে দেওয়ায়) খুব একটা খুশি হবে না।'
বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে একতরফা ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে ভারত। সেই ম্যাচে যে ইতিবাচক দিকের সন্ধান পেয়েছে ভারত, সেগুলির মধ্যে অন্যতম হল রোহিতের ব্যাটে রান। খুব একটা ছন্দে অবশ্য ছিলেন না। একাধিকবার জীবনদানও পেয়েছেন। পড়েছে সহজ ক্যাচ। সেইসব সামলেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান করেন রোহিত। শেষপর্যন্ত ৩৯ বলে ৫৩ রানে আউট হয়ে যান। চারটি চার এবং তিনটি ছক্কা হাঁকান।
সেই ছক্কার সুবাদে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ছক্কার তালিকায় যুবরাজকে ছাপিয়ে যান রোহিত। আপাতত দ্বিতীয় স্থানে আছেন তিনি। ২০০৭ সাল থেকে বিশ্বকাপে তাঁর ছক্কার সংখ্যা দাঁড়ায় ৩৪। মোট ৬৯০ টি বলে ৩৪ টি ছক্কা হাঁকিয়েছেন। সেখানে ৪৬০ বলে ৩৩ টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ। যে তালিকায় আছে ছয় বলে ছ'টি ছক্কা। যুবরাজকে টপকে গেলেও কয়েকশো যোজন দূরে আছেন ক্রিস গেইল। ৬৭৬ বলে ৬৫ টি ছক্কা মেরেছিলেন ক্যারিবিয়ান মেগাস্টার।
আরও পড়ুন: ছন্দে ছিলেন না, তাও যুবির অবিশ্বাস্য নজির ভেঙে দিলেন রোহিত
সেই বিষয়টি নিয়ে ম্যাচের পর রোহিতকে প্রশ্ন করা হয়েছিল। ভালো বন্ধু যুবরাজকে কী বলবেন, তা জানতে চাওয়া হয়েছিল। তাতে একেবারে রোহিত সুলভ ঢঙে ভারতীয় অধিনায়ক বলেন, 'ও এটা নিয়ে (যুবির রেকর্ড ভেঙে দেওয়ায়) খুব একটা খুশি হবে না।'
এমনিতে যুবরাজের সঙ্গে বরাবর খুনসুটির সম্পর্ক রোহিতের। ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’-এ রোহিত বলেছিলেন, ‘আমরা একটা শুটিং করছিলাম। তখন আমার বয়স ২০। আমার ওই বিষয় নিয়ে কোনও ধারণাই ছিল না। আমি শুটিংয়ের জায়গায় যাই। শুটিংয়ে যুবি (যুবরাজ), ইরফানরাও (পাঠান) ছিল। সিনিয়র খেলোয়াড় বলে আগে ওদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি হাই বললাম। রীতিকা (রোহিতের স্ত্রী রীতিকা সাজদে) ওখানে বসেছিল। আমি কিছু বলার আগেই যুবি বলে দিয়েছিল, আমার বোন ও। ওর দিকে তাকাবিও না। আমি বলেছিলাম যে যুবি পা তোমার সঙ্গে দেখা করতে এসেছি।’