স্রেফ খাতায়কলমে সুযোগ ছিল। কিন্তু ‘অরেঞ্জ আর্মি’ নেদারল্যান্ডসের অবিশ্বাস্য জয়ের সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওঠার সুযোগ আসে পাকিস্তানের সামনে। যে সুযোগ কাজে লাগাতে কোনও ভুল করেননি বাবর আজমরা। তবে তা নিয়ে পাকিস্তানকে খোঁচা দিলেন প্রাক্তন ভারতীয় পেসার বেঙ্কটেশ প্রসাদ।
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-বাংলাদেশের ম্যাচের পর প্রাক্তন ভারতীয় পেসার টুইটারে লেখেন, ‘তাহলে পাকিস্তানকে সেমিফাইনালে যেতে ভাগওয়ারা সাহায্য করেছে।’ উল্লেখ্য, ‘ভাগওয়া ধ্বজা’ বলতে গেরুয়া পতাকা বোঝানো হয়। নেদারল্যান্ডসের জার্সির রং গেরুয়া ঘেঁষা - কমলা। সেই রেশ ধরেই সম্ভবত ‘ভাগওয়া' মন্তব্য করেন প্রাক্তন ভারতীয় পেসার।
তবে সেই মন্তব্যের জন্য প্রসাদের সমালোচনা করেছেন নেটিজেনদের একাংশ। এক নেটিজেন বলেন, 'কোনও খেলোয়াড় এরকম মন্তব্য করতে পারেন না। এটা জঘন্য রকমের ট্রোলিং। সকলের নজরে পড়তে (এসব মন্তব্য করছেন) নির্লজ্জ বেঙ্কটেশ প্রসাদ।' অপর এক নেটিজেন বলেন, 'আপনি বিজেপির অঘোষিত সদস্য।' অপর একজন বলেন, 'আপনি অত্যন্ত বিদ্বেষপরায়ণ মানুষ।' একইসুরে এক নেটিজেন বলেন, ‘ইনি নাকি ভারতের প্রাক্তন খেলোয়াড় ছিলেন।’
কীভাবে সেমিফাইনালে উঠল পাকিস্তান?
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার ১২’ পর্যায়ের ‘গ্রুপ ২’-র তিনটি ম্যাচ ছিল। সেমিফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে ছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সেমিতে ওঠার জন্য নেদারল্যান্ডস বা জিম্বাবোয়ের দিকে তাকিয়ে থাকতে হত পাকিস্তানকে। আর ডাচেদের সৌজন্যেই বিশ্বকাপের সেমিতে ওঠার সুযোগ চলে আসে বাবর আজমদের সামনে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেন ডাচরা।
সেই পরিস্থিতিতে কার্যত কোয়ার্টার-ফাইনাল হয়ে দাঁড়িয়েছিল পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ। সেই ভার্চুয়াল কোয়ার্টার-ফাইনালে যে জিতত, সেই দল সেমিতে উঠে যেত। সেই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিতে উঠে গিয়েছে পাকিস্তান। দিনের শেষ ম্যাচে জিম্বাবোয়েকে ৭১ রানে হারিয়ে দেওয়ায় গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবেন বিরাট কোহলিরা। নিউজিল্যান্ডেরের মুখোমুখি হবেন বাবর আজমরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।