চলতি টি-২০ বিশ্বকাপের এখনও পর্যন্ত সবথেকে বড় ছক্কা মারলেন স্কটল্যান্ডের রিচি বেরিংটন। পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে অনবদ্য হাফ-সেঞ্চুরি করার পথে স্কটিশ তারকা মোট ৩টি ছক্কা হাঁকান। যার মধ্যে একটি ছিল ৯৭ মিটারের।
ইনিংসের ৬.৪ ওভারে লেগ-স্পিনার লেগা সিয়াকার বলে স্টেপ-আউট করে ছক্কা হাঁকান বেরিংটন। বল চলে যায় স্টেডিয়ামের বাইরে। শেষমেশ ৪৯ বলে দলের হয়ে সর্বোচ্চ ৭০ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন বেরিংটন। তিনি ৬টি চার ও ৩টি ছক্কা মারেন।
ম্যাচে স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তোলে। তারা শেষ ওভারে ৪টি উইকেট হারায়। বেরিংটনের হাফ-সেঞ্চুরি ছাড়া ৪৫ রান করেন ম্যাথিউ ক্রস। ৪টি উইকেট নেন মোরেয়া। ৩টি উইকেট সপারের।
পালটা ব্যাট করতে নেমে পাপুয়া নিউ গিনি ১৯.৩ ওভারে ১৪৮ রানে অল-আউট হয়ে যায়। ৪৭ রান করেন নর্মান ভানুয়া। ৪টি উইকেট নেন জোস ডেভি। ১টি দুরন্ত ক্যাচ ধরেন বেরিংটন। ১৭ রানে ম্যাচ জেতে স্কটল্যান্ড। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার ওঠে বেরিংটনের হাতেই।