শান মাসুদের চোট নিয়ে পিসিবির তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও আপডেট মিলল পাকিস্তান দলের অন্দরমহল থেকেই। পাকিস্তান দলের সহ-অধিনায়ক শাদব খান মেলবোর্নে অনুশীলনের শেষে মাসুদের চোট নিয়ে আপডেট দেন সাংবাদমাধ্যমকে।
তিনি স্বীকার করে নেন যে, বিপজ্জনক জায়গায় বল লেগেছে মাসুদের। সঙ্গে শাদব এই বলেও সকলকে আশ্বস্ত করেন যে, ফিজিওর প্রাথমিক কনকাশন টেস্টে পাশ করেছেন তারকা ব্যাটসম্যান। তবে স্ক্যান রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত যে নিশ্চিতভাবে কিছু বলে যাবে না, সেকথাও জানান পাকিস্তানের ভাইস ক্যাপ্টেন।
শাদব বলেন, ‘ওর খুব খারাপ জায়গায় বল লেগেছে। আমাদের ফিজিও প্রথমে যে টেস্ট নিয়েছে, তাতে ও পাশ করেছে। তবে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যান-সহ যাবতীয় পরীক্ষা করা হয়েছে। আমরা এখনও জানি না ওর কী রিপোর্ট এসেছে। প্রর্থনা করি ও পুরোপুরি ফিট থাকুক। আপনাদের সকলকে অনুরোধ, আপনারাও প্রার্থনা করুন ও যাতে সুস্থ থাকে।’
উল্লেখ্য, শুক্রবার মেলবোর্নের নেটে দুর্ঘটনার কবলে পড়েন শান মাসুদ। মহম্মদ নওয়াজের নেওয়া জোরালো শটে বল সোজা গিয়ে লাগে মাসুদের মাথায়। পাক শিবিরে আতঙ্ক ছড়ায় তৎক্ষণাৎ। মাসুদ মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ফিজিওর প্রাথমিক শুশ্রুষার পরে মাসুদ উঠে দাঁড়িয়ে মাঠ ছাড়েন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করানোর জন্য।
মাসুদ মাঠ ছাড়ার পরেও পাকিস্তান দল অনুশীলন চালিয়ে যায় বটে, তবে দুশ্চিন্তায় ছিলেন বাবর আজমরা। আগামী রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে হাই ভেল্টেজ ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।