মঙ্গলবারই ফিটনেস টেস্টে পাস করেছেন মহম্মদ শামি। আর বুধবার সন্ধ্যায় ভারতের অভিজ্ঞ ফাস্ট বোলার ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ায় উড়ে গেলেন। তিনি তাঁর ফেসবুকে এই তথ্য জানিয়েছেন। শামি ছাড়াও মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরেরও অস্ট্রেলিয়া যাচ্ছেন।
জসপ্রীত বুমরাহের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ে। তার পরেই মহম্মদ সিরাজকে রিজার্ভ দলে ডাকা হয়। এর পর দীপক চাহার চোটের জন্য ছিটকে গেলে শার্দুল ঠাকুরকেও রিজার্ভ দলে নেওয়া হয়। তবে বুমরাহের পরিবর্ত কে হবে, সেই বিষয়ে এখনও কিছু বিসিসিআই জানায়নি। তবে সিরাজ এবং শামির মধ্যে কাউকেই বুমরাহের পরিবর্ত বেছে নেওয়া হবে। সিরাজের জন্য অনেক বিশেষজ্ঞ গলা ফাটালেও, এখনও পর্যন্ত শামির দিকেই পাল্লা ভারি রয়েছে।
শামি ফেসবুকে বিমানে বসে থাকার ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়।’
এ দিকে মহম্মদ শামি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর থেকেই জোর গুঞ্জন, জসপ্রীত বুমরাহের জায়গায় মূল দলে তাঁকেই নেওয়া হবে। শামি আগে স্ট্যান্ডবাই খেলোয়াড়দের তালিকায় ছিলেন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ও গতিতে মার খাবে- ভারতের তারকা পেসারকে নিয়ে বড় সতর্কবার্তা আক্রমের
পার্থে টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবেন এই তিন বোলার। ১৪ সদস্যের ভারতীয় দল ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে। এর আগে শার্দুলের নাম দূর-দূরান্তে আলোচিত না হলেও দীপক চাহারের চোটের জন্য তিনিও সুযোগ পেয়ে গিয়েছেন।
গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে একটিও ম্যাচ খেলেননি শামি। করোনা থেকে সেরে ওঠার পর তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা দেন। সেখানে উত্তীর্ণ হওয়ার পরেই অস্ট্রেলিয়ায়।
আরও পড়ুন: T20 WC-এর আগে ফের বড় ধাক্কা খেল ভারত, বুমরাহের পর ছিটকে গেলেন আর এক তারকা পেসার
রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় প্রথমে ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার, স্পিনার রবি বিষ্ণোই, ফাস্ট বোলিং মহম্মদ শামি এবং দীপক চাহারের নাম থাকলেও, টি-টোয়েন্টি সিরিজের সময় চোটের কারণে সমস্যায় পড়েন চাহার। এমন পরিস্থিতিতে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যেতে হয় তাঁকে। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করে সকলকে মুগ্ধ করেছেন মহম্মদ সিরাজ। এ দিকে শামি এবং সিরাজ দু’জনেই অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ায় রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের হাতে বিকল্প বাড়ল। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের প্রথম ম্যাচ রয়েছে ভারতের।