শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপে পরপর দুটি ম্যাচে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত। পাকিস্তান এবং নিউজিল্যান্ড এই দুই দলের বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পরে স্বাভাবিকভাবেই ভারতের সেমিফাইনালে যাওয়ার পথ বেশ কঠিন হয়েছে। আফগানিস্তান এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে দুটো ম্যাচে বড় জয়ের পরে সেমিফাইনালে যাওয়ার আশা উজ্জ্বল হয়েছে। স্কটল্যান্ড ম্যাচে বড় জয়ের পরে রবীন্দ্র জাদেজার দাবি পরপর দুটি ম্যাচে হারের মধ্যে দিয়ে টিম ইন্ডিয়াকে বিচার করাটা ঠিক হবে না।
জাদেজার বক্তব্য এই দুটি ম্যাচে শিশির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাদেজার অভিমত 'অতীতে এই টিমটাই অত্যন্ত ভালো ফল করেছে। একটা বা দুটো ম্যাচে বাজে পারফরম্যান্সের পরে এইভাবে দলকে বিচার করাটা একেবারেই ঠিক কাজ নয়। আমরা বিশ্বকাপে আজ এই জায়গায় দাঁড়িয়ে কারণ প্রথম দুটো ম্যাচের রেজাল্টের ক্ষেত্রে শিশির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিশিরের জন্য যেন মনে হচ্ছে প্রথম যে দল ব্যাট করছে সে অন্য কোন উইকেটে খেলছে আর রান তাড়া করছে যে দল তারা অন্য উইকেটে ব্যাট করছে।'
তিনি আরও যোগ করেন 'প্রথম ইনিংসে বল পিচে গ্রিপ করছে। ধীরে ধীরে ব্যাটে আসছে। পরের ইনিংসে শিশির পড়ার ফলে পিচ ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ফলে ব্যাটারদের ক্ষেত্রে ব্যাট করাটা সহজ হয়ে যাচ্ছে। এই উইকেটে যখন আমরা প্রথমে ব্যাট করছি তখন আমরা আমাদের মনমত ব্যাটিংটা করতে পারছি না। ফলে মিডল ওভারে কামব্যাক করাটা কঠিন হচ্ছে। টস জয়, দ্বিতীয় ব্যাট করাটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।