ডেভিড ওয়ার্নার উপলক্ষ্য মাত্র। আসলে গৌতম গম্ভীরের নিশানায় শেন ওয়ার্ন ও রিকি পন্টিং। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে ডেভিড ওয়ার্নার হাফিজের হাত পিছলে যাওয়া বলে ছক্কা মারায় অজি ওপেনারের উপর গম্ভীর চটেছেন বটে, তবে তিনি আরও ক্ষুব্ধ ক্রিকেটের স্পিরিটের প্রসঙ্গে শেন ওয়ার্ন, রিকি পন্টিংরা এখন চুপ থাকায়।
আসলে দুই প্রাক্তন অজি তারকাকে অতীতে ক্রিকেটের স্পিরিট নিয়ে জ্ঞান দিতে দেখা গিয়েছে। বিশেষ করে, রবিচন্দ্রন অশ্বিন আইপিএলে জোস বাটলারকে মানকাড আউট করার পর সে বিষয়ে রিকি পন্টিংকে লম্বা-চওড়া মতামত জানাতে দেখা গিয়েছিল।
দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে পন্টিংয়ের ভাবখানা ছিল এমন যে, তিনি থাকতে দিল্লি দলে অশ্বিনকে এমন ক্রিকেটের স্পিরিটবিরোধী কাজ কখনই করতে দেবেন না। এবার ওয়ার্নারের আচরণকে যখন ক্রিকেটের স্পিরিটবিরোধী বলে মনে করা হচ্ছে, তখন পন্টিংরা মুখে কুলুপ আঁটায় গম্ভীর কটাক্ষ করেন অজি প্রাক্তনীদের।
সেমিফাইনালের শেষে স্টার স্পোর্টসের আলোচনায় টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা বলেন, ‘শেন ওয়ার্ন, রিকি পন্টিংরা সব বিষয়েই টুইট করেন। বড়বড় কথা বলেন। এখন তাঁরা চুপ কেন? অশ্বিন মানকাড আউট করলে লম্বা-চওড়া কথা বলেন পন্টিংরা, ওয়ার্নারের বেলায় কী বলবেন শেন ওয়ার্ন? অন্যের দোষ দেখা সহজ কাজ। নিজেদের প্লেয়ার নিয়ে কথা বলা কঠিন।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়া ইনিংসের অষ্টম ওভারে পাক অধিনায়ক বাবর আজম বল তুলে দেন মহম্মদ হাফিজের হাতে। প্রথম বল করতে গিয়েই দেখা দেয় বিপত্তি। ডেলিভারির সময় বল হাফিজের হাত থেকে পিছলে যায়। পিচে ২ বার ড্রপ করে বল পৌঁছয় ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের কাছে। ওয়ার্নার স্টেপ-আউট করে ছক্কা হাঁকান সেই বলে। ডেভিড এগিয়ে না এলে তাঁর কাছে পৌঁছনোর আগে বল পিচে আরও কয়েকবার ড্রপ করত নিশ্চিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।