শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে বিরাট কোহলির ভারত। নিজের পূর্বের ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপ শেষ হওয়ার পরপরেই ভারতের টি-২০ দলের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। বিশ্বকাপ পরবর্তীতে ঘরোয়া সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে পরবর্তী ১০ বছরের জন্য ভারতীয় টি-২০ দলের জন্য অধিনায়ক হিসেবে নিজের পছন্দের ব্যক্তির কথা জানিয়ে দিলেন প্রাক্তন ইংরেজ স্পিনার গ্রেম সোয়ান।
সোয়ানের মতে, দীর্ঘ মেয়াদী পরিকল্পনা অনুযায়ী ভারতীয় দলের জন্য রোহিত নন, অধিনায়ক হিসেবে সেরা বাজি ঋষভ পন্ত। পন্তের বয়স কম। অসম্ভব প্রতিভার অধিকারী বাঁ-হাতি এই উইকেট রক্ষক ব্যাটার। সোয়ান বলেন, ‘রোহিত হয়তো অধিনায়ক হতে পারেন। তবে আমার জন্য প্রথম পছন্দ ও নয়। আমি মনে করি, ভারতের পরবর্তী ১০ বছরের অধিনায়ক হওয়ার জন্য ক্ষমতা রয়েছে এই ব্যক্তির। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কার কথা বলছি। তিনি হলেন ঋষভ পন্ত।’
উল্লেখ্য ঋষভ পন্তের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস দল এ বার আইপিএলের গ্রুপ পর্যায়ে শীর্ষে শেষ করে কোয়ালিফায়ারে গেলেও শেষ রক্ষা হয়নি। প্রথমে চেন্নাইয়ের বিরুদ্ধে এলিমিনেটরে তারা হেরে যাওয়ার পরে, পরবর্তীতে কোয়ালিফায়ারে কলকাতার কাছে হেরে ফাইনাল ওঠার আগেই বিদায় নিয়েছিল দিল্লি। তবে পন্তের অধিনায়কত্ব নজর কেড়েছিল সকলের। সেই প্রসঙ্গে সোয়ান বলেন, ‘দিল্লির হয়ে অধিনায়ক হিসেবে দারুণ কাজ করেছে ও। ওর মাথাটা বেশ ঠান্ডা। ওর মধ্যে আমি ধোনি এবং কোহলির মিশ্রণ আমি খুঁজে পেয়েছি। ও বেশ হাসিখুশি। সব সময় কথা বলে। উইকেটের পেছন থেকে দলকে সব সময় অনুপ্রেরণা দেয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।