মাঠে স্বপ্নের ইনিংস খেললেন বিরাট কোহলি। মাঠের বাইরে দুর্দান্ত বিপণন কৌশলে ছক্কা হাঁকাল সুইগি। পাকিস্তানের বিরাটের সেই অপরাজিত ৮২ রানের ইনিংসের পরই সুইগির তরফে 'কিং কোহলি ৮২' কুপন চালু করা হল। সেই কুপন ব্যবহার করলেই ৮২ টাকা ছাড় মিলছিল।
গত রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫৩ বলে বিরাটের অপরাজিত ৮২ রানের ইনিংসের সুবাদে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত। দ্বিতীয় ইনিংসের ৯০ শতাংশ সময়জুড়েই পাকিস্তানের দখলে ম্যাচ ছিল। সেখান থেকে কার্যত একা হাতে ভারতকে জিতিয়ে আনেন বিরাট। সেই ইনিংসে ক্রিকেট দুনিয়া এতটাই আচ্ছন্ন হয়ে আছে যে বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেট ভক্ত, বিশেষজ্ঞরা বিরাটের প্রশংসা থামাতে পারছেন না।
তারইমধ্যে রবিবার সন্ধ্যায় বিরাটের সেই ইনিংসের পরই নয়া কুপন নিয়ে আসে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সুইগি। চালু করা হয় 'কিং কোহলি ৮২' (KINGKOHLI82 Coupoon) কুপন। সুইগির তরফে জানানো হয়, যাঁরা সেই কুপন ব্যবহার করবেন, তাঁরা অর্ডারের ক্ষেত্রে ৮২ টাকা ছাড় পাবেন। তবে সব গ্রাহকরা সেই কুপন ব্যবহারের সুযোগ পাননি। সুইগির তরফে জানানো হয়, সব ব্যবহারকারী সেই কুপন পাচ্ছেন না।
সুইগির সেই বিপণন কৌশলে মুগ্ধ হয়ে যান নেটিজেনরা। তেমনই একজন বলেন, ‘দারুণ কাজ সুইগির। দুর্দান্ত বিপণন কৌশল।’ অনেকেই সুইগির তথ্যপ্রযুক্তি সংক্রান্ত দলের প্রশংসা করেন। তাঁরা বলেন, ‘কী তাড়াতাড়ি পুরো বিষয়টা লাইভ করে দিয়েছে (অর্থাৎ অফার চালু করে দিয়েছে)।’ অনেকে আবার বলতে থাকেন, ‘সুইগি তো মার্কেটিং করল। লাভ হল আমাদেরও। জয়ের আনন্দ আরও বাড়ল।’
তারইমধ্যে অনেকেই আবার স্ক্রিনশট পোস্ট করতে দাবি করতে থাকেন, তাঁরা কুপন ব্যবহার করতে পারছেন না। পুরোটাই লোক দেখানো করেছে সুইগি। আদতে কাজ করছে না। সুইগির তরফে বলা হয়, ‘আমরা বুঝতে পারছি যে আপনার মনের অবস্থা কেমন। প্রথম ৪০,০০০ গ্রাহকের জন্য সেই কুপন ছিল। যা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের ভিত্তিতে দেওয়া হচ্ছিল এবং তা এখন শেষ হয়ে গিয়েছে। দয়া করে হতাশ হয়ে পড়বেন না। কারণ আমরা নিশ্চিত যে আমাদের দল (ভারতীয় দল) শীঘ্রই আরও লোভনীয় অফারের সুযোগ করে দেবে।’