বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 WC 2022: বাংলাদেশ ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি, সেমিতে যাওয়া হবে তো রোহিতদের?

T20 WC 2022: বাংলাদেশ ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি, সেমিতে যাওয়া হবে তো রোহিতদের?

ভারত বনাম বাংলাদেশ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা প্রবল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের পরের ম্যাচ বুধবার অর্থাৎ ২ নভেম্বর। শাকিব আল হাসানের বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। পূর্বাভাস অনুযায়ী, ভারতের ম্যাচের দিন অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা ৬০%। গোটা দিনই অ্যাডিলেডের আকাশ কালো মেঘে ঢাকা থাকবে।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রথম পরাজয়ের মুখোমুখি হয় রবিবার দক্ষিণ আফ্রিার বিরুদ্ধে। তেম্বা বাভুমার দল ভারতকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করেছে। ভারতের এখন গ্রুপ পর্বে দু'টি ম্যাচ বাকি আছে এবং ভারত যদি সহজেই সেমিফাইনালে যেতে চায়, তা হলে এই দু'টি ম্যাচই জিততে হবে। কিন্তু আবহাওয়া দেখে মনে হচ্ছে, সেমিফাইনালে ওঠার রাস্তা ভারতের জন্য সহজ হবে না। আসলে, টিম ইন্ডিয়াকে অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে হবে এবং সেই ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের পরের ম্যাচ বুধবার অর্থাৎ ২ নভেম্বর। শাকিব আল হাসানের বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। Accuweather-এর রিপোর্ট অনুসারে, ভারতের ম্যাচের দিন অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা ৬০%। গোটা দিনই অ্যাডিলেডের আকাশ কালো মেঘে ঢাকা থাকবে। একই সঙ্গে ওয়ার্ল্ডওয়েদার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রাতে বৃষ্টি তেজ বাড়তে পারে। স্থানীয় সময় অনুযায়ী ভারতের এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

আরও পড়ুন: ঠিক কোন মুহূর্তগুলিতে ম্যাচ হারল রোহিত বাহিনী?

ভারত বনাম বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে টিম ইন্ডিয়া পাবে মাত্র এক পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর পয়েন্ট টেবলে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। বাংলাদেশের বিপক্ষে ভারত যদি ১ পয়েন্ট পায়, তা হলে টিম ইন্ডিয়ার মাত্র ৫ পয়েন্টে এসে দাঁড়াবে। যা সেমিফাইনালে পৌঁছানোর জন্য অপর্যাপ্ত হবে। এমন পরিস্থিতিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিপক্ষে বড় ব্যবধানে ভারতকে জিততেই হবে। তা না হলে কিন্তু ভারতের কপালে দুর্ভোগ রয়েছে।

আরও পড়ুন: ভালো খেলতেই পারিনি, ঠাণ্ডাটা কোনও অজুহাত নয়- ফিল্ডিং নিয়েও ক্ষোভ উগরালেন রোহিত

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে ১৩৩ রান তোলে ভারত। সূর্যকুমার যাদব ৪০ বলে ৬৮ রান করেন। তিনি ছাড়া ভারতের বাকি ব্যাটারদের দশা তথৈবচ। রোহিত ফিরে যান মাত্র ১৫ রানে। বিরাট করেন ১২ রান। বাকিরা কেই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। সেই রান তাড়া করতে নেমে দু’বল বাকি থাকতেই ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। মার্করাম এবং মিলারের ৭৬ রানের ইনিংসই শেষ করে দেয় ভারতকে। মার্করাম ৫২ করেন এবং মিলার করেন অপরাজিত ৫৯ রান। ৫ উইকেটে ম্যাচ পকেটে পুড়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বাকি সুপার টুয়েলভ ম্যাচের সূচি:

২ নভেম্বর বনাম বাংলাদেশ

৬ নভেম্বর বনাম জিম্বাবোয়ে

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অনন্যার গোপন ভিডিয়ো ফাঁসের হুমকি আরিয়ানের! শাহরুখ পুত্রকে নিয়ে অভিযোগ নায়িকার দশমীর পর গুরু-শুক্রর সমসপ্তক যোগ, ৪ রাশির খুলবে ভাগ্যর দ্বার ৬৮,০০০ মার্কিন ডলার মুক্তিপণ চেয়েছিল সাইবার হ্যাকাররা, মেনে নিল স্টার হেলথ ১টা ডটের শাস্তি! রিশাদের বাকি ৫ বলে ৫ ছক্কা সঞ্জুর, ওভারে উঠল ৩০ রান- ভিডিয়ো কোলে ইয়ালিনি,ছেলের হাত ধরে! দু-হাতে সন্তানদের সামলাচ্ছেন রাজের 'দুর্গা' শুভশ্রী ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে মিষ্টিমুখ থেকে কোলাকুলি- 'সারেগামাপা'-র দশমীর বিশেষ পর্বে কী কী চমক?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.