শুভব্রত মুখার্জি
অস্ট্রেলিয়াতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপকে আপাতত অঘটনের বিশ্বকাপ বললেও, হয়তো ভুল বলা হবে না। ১৬ অক্টোবর বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটে গিয়েছে একাধিক ছোট বড় অঘটন। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিরুদ্ধে অ্যাসোসিয়েট দেশগুলোর বর্তমানে পারফরম্যান্স যথেষ্ট ভালো। ম্যাচ জিততে রীতিমতো বেগ পেতে হচ্ছে পূর্ণ সদস্যের দেশগুলোকে। এমন আবহেই এ বার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অ্যাসোসিয়েট দেশের বিরুদ্ধে পূর্ণ সদস্যের দেশের হয়ে সর্বাধিক রান দেওয়ার লজ্জার নজির গড়ে ফেললেন ব্যারি ম্যাকার্থি। আয়ারল্যান্ডের এই ক্রিকেটার এ দিন স্কটল্যান্ডের বিরুদ্ধে গড়ে ফেললেন এই লজ্জার নজির।
আরও পড়ুন: রোভম্যানের ১০৪ মিটার লম্বা ছক্কা,মাথায় হাত দিয়ে হাঁ করে দেখলেন আকিল
এ দিন বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড দুই দল। সেই ম্যাচেই তৈরি হয়েছে এই লজ্জার নজির। ম্যাচটি আয়ারল্যান্ড ৬ উইকেটে জিতলেও ম্যাচে আইরিশ ক্রিকেটারের ঝুলিতে এসেছে এই লজ্জার নজির। স্কটিশ ব্যাটারদের হাতে এ দিন বেদম ঠ্যাঙানি খান ব্যারি ম্যাকার্থি। ৪ ওভার বল করে দেন ৫৯ রান। কোনও উইকেট পাননি তিনি। উল্লেখ্য এর আগে এই নজির ছিল জিম্বাবোয়ের চামু চিভাভার। তিনি ২০১৬ সালে তৎকালীন অ্যাসোসিয়েট দেশ আফগানিস্তানের বিরুদ্ধে ৪ ওভার বল করে দিয়েছিলেন ৫৬ রান। এ ছাড়া ২০২২ সালের এশিয়া কাপে ভারতীয় পেসার আবেশ খানকে বেদম প্রহার করে হংকংয়ের ব্যাটাররা। তিনি তাঁর ৪ ওভারে দেন ৫৩ রান।
আরও পড়ুন: ২২ অক্টোবর থেকে T20 WC-এর সুপার ১২ রাউন্ড শুরু হবে, জেনে নিন কবে কবে ভারতের খেলা
মঙ্গলবার ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা করে ১৭৬ রান। মাইকেল জোন্স ৫৫ বলে ৮৬ রানের একটি চোখধাঁধানো ইনিংস খেলেন। এ ছাড়া ম্যাথু ক্রস ২৮ এবং অধিনায়ক রিচি বেরিংটন করেন ৩৭ রান। আইরিশদের হয়ে কার্টিস ক্যামফার নেন দু'টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতে, ৬ উইকেট হাতে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড। ৩২ বলে ৭২ রানের একটি দুরন্ত অপরাজিত ইনিংস খেলেন কার্টিস ক্যামফার। তাকে যোগ্য সঙ্গত দেন জর্জ ডকরেল। তিনি ২৭ বলে ৩৯ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।