বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > জলে কার্তিকের লড়াই, ৭৯ রানে বাজে হার UAE-র, T20 WC-এ বড় অক্সিজেন পেল শ্রীলঙ্কা

জলে কার্তিকের লড়াই, ৭৯ রানে বাজে হার UAE-র, T20 WC-এ বড় অক্সিজেন পেল শ্রীলঙ্কা

সংযুক্ত আরব আমিরশাহিকে ৭৯ রানে হারিয়ে অক্সিজেন পেল শ্রীলঙ্কা।

ভারতীয় বংশোদ্ভূত কার্তিক মিয়াপ্পানের দুর্দান্ত হ্যাটট্রিকের হাত ধরে সংযুক্ত আরব আমিরশাহি নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রানে শ্রীলঙ্কার স্কোর আটকে দেয়। কিন্তু তারা নিজেরা ১৭.১ ওভারে ৭৩ রানে গুটিয়ে যায়। আর এই ম্যাচ বড় ব্যবধানে জিতে সুপার-১২ তে ওঠার আশা বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা।

প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হারটা শ্রীলঙ্কার কাছে বড় ধাক্কা ছিল। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছে লঙ্কা ব্রিগেড। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন দাসুন শনাকারা। এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা মঙ্গলবার আইসিসি পুরুষদের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে ৭৯ রানে হারিয়ে দিয়েছে।

এই ম্যাচ জিতে সুপার-১২ তে ওঠার আশা বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা। ভারতীয় বংশোদ্ভূত কার্তিক মিয়াপ্পানের দুর্দান্ত হ্যাটট্রিকের হাত ধরে সংযুক্ত আরব আমিরশাহি নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রানে শ্রীলঙ্কার স্কোর আটকে দেয়। কিন্তু তারা নিজেরা ১৭.১ ওভারে ৭৩ রানে গুটিয়ে যায়।

দুষ্মন্ত চামিরা-ওয়ানিন্দু হাসরাঙ্গাদের দাপটে গুটিয়ে গেল ইউএই

১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একের পর এক আউট হারাতে থাকে সংযুক্ত আরব আমিরশাহি। দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার ছিলেন আফজাল আয়ান খান। তিনি মাত্র ১৯ রান করেন। তিনি ছাড়াও চেরাগ সাইনি ১৪ রান এবং জুনায়েদ ১৮ রান করেছেন। এর থেকেই বাকি ব্যাটারদের হাল দিব্যি অনুমান করা যায়। কারণ বাকি ব্যাটসম্যানরা কেউ দুই অঙ্কেই পৌঁছতে পারেননি।

আরও পড়ুন: UAE-এর প্রথম প্লেয়ার হিসেবে T20-তে হ্যাটট্রিক, লঙ্কার বিরুদ্ধে ইতিহাস কার্তিকের

শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নেন দুষ্মন্ত চামিরা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ ছাড়াও মহেশ থিকসানা দু'টি এবং প্রমোদ মধুশান ও ক্যাপ্টেন দাসুন শানাকা একটি করে উইকেট নিয়েছেন।

শ্রীলঙ্কার স্কোর

টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার পাথুম নিশঙ্কা এবং কুশল মেন্ডিস শুরুটা খারাপ করেননি। ২৮ বলে তাঁরা ৪২ রানের পার্টনারশিপ করে ফেলেছিলেন। কিন্তু ১৮ রান করে আউট হয়ে যান কুশল মেন্ডিস। তবে তিনে ধনঞ্জয় ডি'সিলভা ব্যাট কতে নেমে হাল ধরে। নিশঙ্কা এবং ধনঞ্জয় মিলে আবার ৫০ রানের পার্টনারশিপ করেন। ২১ বলে ৩৩ করে আউট হন ধনঞ্জয়। তবে হাল ধরে থাকেন পাথুম নিশঙ্কা।

কিন্তু এর পর আর কোনও ব্যাটারই থিতু হতে পারেননি। বিশেষ করে ১৫তম ওভারে সংযুক্ত আরব আমিরশাহির কার্তিক হ্যাটট্রিক করায় চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ভাগ্যিস ৬০ বলে ৭৪ করেছিলেন পাথুম। তা না হলে শ্রীলঙ্কার স্কোর ১৫০ রানের গণ্ডি টপকাতে পারত না। কারণ দলের প্রথম তিন ব্যাটার ছাড়া বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। যার নিট ফল, ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান করে শ্রীলঙ্কা।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশ কেমন হওয়া উচিত-পরামর্শ দিলেন সচিন

সংযুক্ত আরব আমিরশাহির হয়ে ৩ উইকেট নেন মায়াপ্পন, ২ উইকেট নেন জাহুর খান, ১টি করে উইকেট নেন আয়ান আফজাল খান এবং আরিয়ান লাকরা।

এ দিন শেষ হাসি হেসে শ্রীলঙ্কা বিশ্বকাপে ভেসে থাকল। ম্যাচের সেরা নির্বাচিত হন পাথুম নিশঙ্কা। কারণ তিনি সংযুক্ত আরব আমিরশাহির গোটা দলের স্কোরের চেয়েও বেশি রান করেছেন এ দিন।

কার্তিক মিয়াপ্পানের হ্যাটট্রিক বৃথা গেল

সংযুক্ত আরব আমিরশাহির স্পিনার কার্তিক মিয়াপ্পানের হ্যাটট্রিকের জন্য শ্রীলঙ্কার ইনিংস ৮ উইকেটে ১৫২ রানেই শেষ হয়ে গিয়েছিল। জিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে কার্তিক ১৫তম ওভারের পরপর তিন বলে টানা তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করা বিশ্বের পঞ্চম বোলার হয়েছেন কার্তিক মিয়াপ্পান। এটি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রথম বোলার হিসেবে তিনি টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করে ইতিহাস লিখে ফেলেছেন। তবে দল হারায় কার্তিকের হ্যাটট্রিক জলে গেল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘অমানুষিক কাজের চাপে মৃত্যু EY-র ২৬ বছরের তরুণীর’, শেষকৃত্যে এল না অফিসের একজনও! জুনিয়র ডাক্তারদের খলিস্তানি জঙ্গি ভিন্দ্রানওয়ালের সাথে তুলনা,বিস্ফোরক TMC সাংসদ একাই ৫ উইকেট কর্নওয়ালের, কেরিয়ারের সেরা বোলিংয়ে রয়্যালসকে জেতালেন রাকিম শিশুদের মোবাইল থেকে দূরে রাখতে চান? আপনাকে মানতে হবে এই নিয়মগুলি ‘কুণালকে খরগোশ বলায়, খরগোশরা আইনি নোটিশ দিল’! শতরূপের কথা-র প্রশংসা রূপম-পত্নীর একা শাকিবেই রক্ষে নেই, বিকল্প তৈরি বাংলাদেশের, কোচের প্রছন্ন হুঁশিয়ারি থ্রেট কালচারে অভিযুক্তদের পক্ষে সওয়াল কুণালের! আরজি কর নিয়ে বললেন মরাত্মক কথা আজ কাদের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে? কী বলছে আজকের প্রেম রাশিফল ১ দশক পর জম্মু-কাশ্মীরে আজ নির্বাচন, ভোট ২৪ আসনে, ফোকাসে সেই ৩৭০ ধারা সবাই বলে জয়া বচ্চন নাকি ‘রাগি আন্টি’! কঙ্গনা বললেন, ‘তিনি বয়সে বড়, যদি কিছু…’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.