২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ছয় রানে হারিয়েছে ভারত। টিম ইন্ডিয়া এখন তাদের পরবর্তী প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এর পর সুপার-১২ এর প্রথম ম্যাচে ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মার টিম। ভারত এ বার পাকিস্তানকে হারিয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে রয়েছে।
প্রসঙ্গত, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত তাদের প্রথম ম্যাচে পাকিস্তানেরই মুখোমুখি হয়েছিল। এবং সেই ম্যাচটি ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হেরেছিল।
ভারত-পাকিস্তান দুই দলের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন কেমন হওয়া উচিত, তা নিয়ে নানা জল্পনা চলছে। ভারতের প্রাক্তন তারকা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরও এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন।
আরও পড়ুন: চিতার ক্ষিপ্রতায় রানআউট, অজিদের অবাক করা ক্যাচ, অনুশীলন ম্যাচেই ফাটাফাটি কোহলি
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং দিনেশ কার্তিক প্লেয়িং ইলেভেনে জায়গা পেতে পারেন এবং এমন পরিস্থিতিতে বাঁ-হাতি তারকা ব্যাটার ঋষভ পন্তকে বসতে হতে পারে। শোনা যাচ্ছে, পন্তের পায়ে চোট লেগেছে। যদিও এই প্রসঙ্গে বিসিসিআই-এর তরফে এখনও কিছুই জানানো হয়নি।
এ দিকে সচিন তেন্ডুলকর মনে করেন যে, একজন বাঁ-হাতি ব্যাটসম্যান থাকা ব্যাটিং অর্ডারে বৈচিত্র্য এনে দেয়। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের কিংবদন্ত ব্যাটার বলেছেন, ‘বাঁহাতি ব্যাটসম্যান অবশ্যই গুরুত্বপূর্ণ। বোলার এবং ফিল্ডারদের সেই অনুযায়ী নিজেদের গুছিয়ে নিতে হয় এবং তারা যদি একটানা স্ট্রাইক রোটেট করে, তা হলে বোলারদের সমস্যায় পড়তে হয়।’
আরও পড়ুন: শাহিন খেললেন,তবে পাক বোলারদের উড়িয়ে ব্রুক-কারান ঝড়,৬ উইকেটে সহজ জয় ইংল্যান্ডের
তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি কিছু ক্ষেত্রে কন্ডিশনের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে এবং স্কোর রক্ষা করা সহজ হবে না। ম্যাচ চলাকালীন পরিস্থিতি পরিবর্তন হতে পারে এবং তাড়া করা সহজ হতে পারে। টসের ভূমিকাও কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে।’
প্রসঙ্গত, এই বছরের জুন থেকে টি-টোয়েন্টির ১৫টি ইনিংসে পন্তের গড় মাত্র ২৩। যার সর্বোচ্চ স্কোর ৪৪। মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে তীব্র প্রতিযোগিতা রয়েছে। এর মাঝে পন্তের রানের খরার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের একাদশে তাঁর জায়গা পাওয়া নিয়ে বড় প্রশ্ন রয়েছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে দীনেশ কার্তিকই এগিয়ে রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।