২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রীলঙ্কার পর বড় ধাক্কা খেল ইংল্যান্ডও। শ্রীলঙ্কার ফাস্ট বোলার দুশমন্থ চামিরা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে চোটের জন্য ছিটকে গিয়েছেন। অন্যদিকে ব্রিটিশ বাঁ-হাতি পেসার রিস টপলিও চোট পেয়ে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে দলে ঢুকলেন টাইমাল মিলস।
আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে চোট পান ইংল্যান্ড দলের পেস বোলার রিস টপলি। ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে এবং টুর্নামেন্টের চারটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। অন্য দিকে ২২ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে হবে ইংল্যান্ডকে। সোমবার ব্রিসবেনে পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগেই চোটের কবলে পড়েন রিস টপলি। ফিল্ডিংয়ের জন্য অনুশীলনের সময়ে তিনি গোড়ালিতে চোট পেয়েছিলেন। যে কারণে প্রস্তুতি ম্যাচে তিনি খেলতে পারেননি। এখন জানা গিয়েছে, এই চোটের জন্য পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন তিনি। তাঁর স্থলাভিষিক্ত হন টাইমাল মিলস। লুক উডকে রিজার্ভ প্লেয়ার হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হল।
আরও পড়ুন: জলে কার্তিকের লড়াই, ৭৯ রানে বাজে হার UAE-র, T20 WC-এ বড় অক্সিজেন পেল শ্রীলঙ্কা
প্রসঙ্গত, রিচার্ড গ্লিসন এবং টাইমাল মিলসকে রিজার্ভ খেলোয়াড় হিসাবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। শোনা যাচ্ছিল, এই দু'জনের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে। শেষ পর্যন্ত অবশ্য রিস টপলির পরিবর্ত হিসেবে মিলসকেই বেছে নেওয়া হল।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশ কেমন হওয়া উচিত-পরামর্শ দিলেন সচিন
টপলির দল থেকে ছিটকে যাওয়ায় নিঃসন্দেহে ইংল্যান্ডের জন্য বড় সমস্যা তৈরি করেছে। কারণ ২২ বছর বয়সী এই মুহূর্তে দুরন্ত ফর্মে ছিলেন। ইংল্যান্ডের হয়ে গত কয়েক ম্যাচে অসাধারণ পারফর্ম করেছেন তিনি। ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা এই ফাস্ট বোলার ইংল্যান্ডের হয়ে ২০টি টি-টোয়েন্টি ম্যাচে ২২টি উইকেট নিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ব্রিসবেনে জিতেছে ইংল্যান্ড। ২৬ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ব্রিটিশরা। তবে টপলির চোট তাদের কাছে বড় ধাক্কা হয়ে গিয়েছে।
ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করেছিল যে, পার্থে আফগানিস্তানের বিপক্ষে শনিবারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের প্রস্তুতির আগে টপলিকে দেখে নেওয়া হবে শেষ বারের মতো। কিন্তু চোট-পরবর্তী স্ক্যানের রিপোর্ট হতাশই করেছে তাদের। কারণ স্ক্যানের রিপোর্টে দেখা গিয়েছে, টপলির চোট বেশ গুরুতরই। এবং তাঁর পক্ষে টুর্নামেন্টে ফেরাটা অসম্ভব। যে কারণে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ছিটকে যেতে হল টপলিকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।