শুভব্রত মুখার্জি: বরাবর ঠোঁট কাঁটা চরিত্র হিসেবেই পরিচিত ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপজয়ী তারকা ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। ব্যাট হাতে ভারতকে একাধিক গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন অতীতে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধেও রয়েছে তাঁর একাধিক ম্যাচ জেতানো ইনিংস। সেই তিনিই এ বার মুখ খুললেন চলতি টি-২০ বিশ্বকাপের মেলবোর্নে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে।
ম্যাচের শেষ ওভারটি নিয়ে মুখ খুলেছেন তিনি। যেখান পাক স্পিনার মহম্মদ নওয়াজকে কার্যত মিডিয়াম পেস বোলিং করতে দেখা গিয়েছে। সেই ওভারটি নিয়েই নিজের বক্তব্য জানাতে গিয়ে তিনি একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন নওয়াজকে। তার প্রশ্ন, ‘তুমি কি ওয়াসিম আক্রম নাকি? কী ভেবে তা হলে তুমি শেষ ওভারটা ওই ভাবে করলে?’
আরও পড়ুন: মাঠে অনুপ্রবেশকারীকে ৬ লাখ জরিমানা,ভারত অভিযোগ জানালে কঠোর হত শাস্তি
ক্রিকবাজের সঙ্গে এক আলোচনায় তিনি জানিয়েছেন, ‘আমি যদি ওখানে থাকতাম তো, এটাই বলতাম, তুমি তোমার স্বাভাবিক যে বাঁ-হাতি স্পিন বোলিং করো, সেটাই করবে। রান তোমার বিরুদ্ধে হবেই। এটা নিয়ে ভাবলে হবে না। জীবনে যা কখনও করনি, মানে বল হাতে যা করনি, তা এক দিনে কি করে হবে? তুমি তো আর ওয়াসিম আক্রম না। তাহলে এটা কেন করতে গেলে?’
আরও পড়ুন: SA-ZIM ম্যাচে বাতিল হওয়ায় লাভ হল ভারত- পাকিস্তানের, দেখুন যাবতীয় সমীকরণ
প্রসঙ্গত রবিবাসরীয় সুপার-১২-এর ম্যাচে শেষ ওভারে জেতার জন্য ভারতের দরকার ছিল ১৬ রান। ক্রিজে ছিলেন হার্দিক পান্ডিয়া এবং বিরাট কোহলি। সেই ওভারে পাক স্পিনার মহম্মদ নওয়াজ স্পিন বোলিং না করে হঠাৎ করেই মিডিয়াম পেসের স্টাইলে বোলিং করেন। সেই ওভারে কিপার মহম্মদ রিজওয়ানকে উইকেটের পিছনে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঠিক যেমনটা মিডিয়াম পেসারদের ক্ষেত্রে হয়।
প্রথম বলে মহম্মদ নওয়াজ ,হার্দিক পান্ডিয়াকে আউট করেন। এর পর ওভারের শেষদিকে আউট করেন দীনেশ কার্তিককে। কিন্তু ওই ওভারেই বিরাট একটি নো বলে ছয় হাঁকান। নওয়াজ দু'টি ওয়াইড করে বসেন। বিরাট একটি দুই রান নেন, পাশাপাশি দীনেশ কার্তিক এক রান নিজের প্রথম বলেই নিয়েছিলেন। একটি ফ্রি হিটে হয় তিন রান। আর শেষ বলে মিড অফের উপর দিয়ে বল মেরে ভারতের জয় সুনিশ্চিত করেন অশ্বিন। ফলে টানটান উত্তেজনার ম্যাচ হারতে হয় পাকিস্তানকে। সেই পরিপ্রেক্ষিতেই এমনটা মন্তব্য করে বসেন বীরেন্দ্র সেহওয়াগ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।