বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 WC: বল হাতে ফর্ম কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে আগুন ঝরানোর আশায় কিউয়ি বোলার মিলনে

T20 WC: বল হাতে ফর্ম কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে আগুন ঝরানোর আশায় কিউয়ি বোলার মিলনে

অ্যাডাম মিলনে। ছবি- গেটি ইমেজেস।

লকি ফার্গুসন চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় নিউজিল্যান্ড দলে সুযোগ পেয়েছেন মিলনে।

আহত লকি ফার্গুসনের বদলি হিসাবে নিউজিল্যান্ড বিশ্বকাপ দলে সুযোগ পয়েছেন আরেক ফাস্ট বোলার অ্যাডাম মিলনে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খারাপ পারফর্ম করেননি মিলনে। এছাড়া বিগ ব্যাশ, দ্য হান্ড্রেডের মতো ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন। নিজের সেই ফর্মকেই বাকি ম্যাচে কাজে লাগিয়ে দলের হয়ে প্রভাব সৃষ্টি করতে মুখিয়ে রয়েছেন মিলনে।

সাংবাদিককদের উদ্দশ্যে কিউয়ি ফাস্ট বোলার জানান, ‘নিঃসন্দেহে আমার মনে হয় এর থেকে বেশি ধারাবাহিকভাবে আমি বহুদিন ম্যাচ খেলার সুযোগ পাইনি। আমি এই সুযোগকে কাজে লাগাতে চাই এবং নিজের উন্নতি ঘটিয়ে উচ্চ স্তরে ভাল ক্রিকেট খেলাই আমার লক্ষ্য। বাকি ম্যাচগুলোতে বল হাতে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে মুখিয়ে রয়েছি। আশা করছি ভাল পারফর্ম করে এই সময়টা যে আমাকে কতটা বদলে দিয়েছে, তা প্রমাণ করতে পারব।’

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলার কথা ছিল তাঁর। তবে ২৯ বছর বয়সী ফাস্ট বোলার মাঠে এসে জানতে পারেন আইসিসি তাঁকে পরিবর্তিত ক্রিকেটার হিসাবে দলে যোগ দিয়ে সেই ম্যাচে খেলার ছাড়পত্র দেয়নি। ম্যাচে নিউজিল্যান্ডকে পরাজিত হতে হয়। সুযোগ পেলে ম্যাচের রঙ বদলে দিতে পারতেন বলেই দাবি মিলনের। তবে পরবর্তী ম্যাচে ভারতের বিরুদ্ধে ঠিক সেটাই করার সুযোগ থাকছে তাঁর কাছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন